100 দিনের কাজ দেখাশোনার জন্য কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অফিসে রোজগার সহায়ক পদে নিয়োগ করা হচ্ছে।
পদের নাম : গ্রাম রোজগার সহায়ক।
মোট শূন্যপদ : 1 টি
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে বিজ্ঞান বিভাগ থেকে 55 শতাংশ নাম্বার নিয়ে ও 6 মাসের কম্পিউটার কোর্সের সঙ্গে এমএস অফিসের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের জানানো হচ্ছে।
বয়স সীমা : 18- 35 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2021 তারিখ অনুযায়ী।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে অফলাইনে এর মাধ্যমে আবেদনপত্র সেল্ফ অ্যাটেস্টেড ডকুমেন্ট একটি মুখ বন্ধ খামেতে অথবা সরাসরি ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারেন আবেদনপত্র সমস্ত ডকুমেন্ট এবং একটি পিডিএফ ফরম্যাটে নিচে দেয়া হল আবেদন পাঠাতে ইমেইল আইডিতে আবেদনপত্র প্রক্রিয়া শুরু হয়ে গেছে আবেদনপত্র জমা দেয়া যাবে 31/5/2021 তারিখ বিকেল 4:00 পর্যন্ত।
নিয়োগের স্থান : বীরভূম জেলায় ।
প্রার্থীদের জানানো হচ্ছে আবেদনের সাথে কি কি দিতে হবে : শিক্ষাগত যোগ্যতা ও মার্কশিট এবং অভিজ্ঞতার সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র গ্রাম অধিবাসী কিনা তার প্রমান পত্র এবং পাস সার্টিফিকেট অথবা সেল্ফ অ্যাটেস্টেড করার ফটোকপি প্রার্থীদের জমা দিতে হবে।
ওয়েবসাইটের লিংক : http://www.birbhum.gov.in/
বিজ্ঞপ্তি লিংক : http://www.birbhum.gov.in/Jobs/BDO_MAYU2_J_17052021.pdf
টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: