উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার বিডিও অফিসের কর্মী নিয়োগ করা হচ্ছে (BDO office recruitment 2021 west bengal)
চাকরি প্রার্থীদের জন্য সুখবর উচ্চ মাধ্যমিক যোগ্যতায় গ্রাম পঞ্চায়েত এলাকা কাজের সুযোগ শুধুমাত্র ভারতীয় রায়' হলে আবেদন করতে পারবেন এই পদের জন্য।
মোট শূন্যপদ : 2টি ।
পদের নাম : গ্রাম রোজগার সহায়ক।
শিক্ষাগত যোগ্যতা ; উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কমপক্ষে 55% নাম্বার থাকতে হবে গনিজ পদার্থ বিষয়ের ওপর অন্তত ছয় মাসের কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
বয়স সীমা : 18- 35 বছর পর্যন্ত বয়স হতে হবে 1.1. 2021 তারিখ অনুযায়ী sc.st.obc প্রার্থীরা বয়সের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে।
মাসিক বেতন : 12,000 টাকা।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে প্রয়োজনীয় নথিপত্র পাসপোর্ট সাইজ সংযুক্ত করে একটি প্রবন্ধ খামে ভরে উঠত এলাকায় বিডিও অফিসে সরাসরি গিয়ে জমা দিতে হবে সোমবার থেকে শুক্রবার সকাল 11 টা থেকে বিকেল 3.30 মধ্যে আবেদন পত্র পাঠাতে হবে আগামী 24 শে মে বিকেল 3.30 পর্যন্ত।
আবেদনের লিংক : https://drive.google.com/file/d/1E8xDRSXFLx8doo4-J7b9RiAx0A_exBfT/view
বিজ্ঞপ্তি লিংক : https://drive.google.com/file/d/10zTI5Y3wGCeBrwilO_PX7c0GIyqil4aT/view
আমাদের টেলিগ্রাম লিংক : https://t.me/Karmasandhanofficials

কোন মন্তব্য নেই: