রাজ্যে পৌরসভা গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অষ্টম শ্রেণী পাস করে থাকলে গ্রুপ ডি পদে আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ : 2 টি।
পদের নাম : মজদুর।
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করা যাবে সেই পদের জন্য।
বয়স সীমা : 18- 40 বছরের হিসাবে বয়স হতে হবে 1 জানুয়ারি 2021 তারিখ হিসেবে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন পাঠাতে হবে পোস্ট অফিসের মাধ্যমে কিংবা সরাসরি পৌরসভা অফিসে নিয়ে গিয়ে নির্দিষ্ট অংশে জমা দিতে হবে আবেদন পত্র নির্দিষ্ট ডব বক্সে জমা দিতে হবে আবেদনপত্র পাঠানোর শেষ তারিখঃ 11 মার্চ 2021।
বিজ্ঞপ্তি লিংক : http://www.ghatalmunicipality.com/fckeditor/userfiles/file/NOTICE_REQ.pdf
টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials
Reviewed by Karmasandhan Recruitment on ফেব্রুয়ারী ১২, ২০২১ Rating:








কোন মন্তব্য নেই: