বানপুর স্টিল প্ল্যান্টে নিয়োগ করা হচ্ছে 100 টি শূন্য পদে বিনামূল্যে একবছরে প্রশিক্ষণ দিয়ে বানপুর স্টিল প্লান্ট ভারতীয়রা প্রশিক্ষণের শেষে সার্টিফিকেট দেয়া হবে।
মোট শূন্যপদ : 100 টি ।
SC 20, ST 5 , OBC 22 , EWS10, PH 2, GEN 41।
বানপুর স্টিল প্লান্ট নিয়োগ : বানপুর স্টিল ইঞ্জিনিয়ারিং বিভাগে বিভিন্ন শাখার প্রশিক্ষণ দেয়া হবে
প্রশিক্ষণের নাম : টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ট্রেনিং ।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণের জন্য আবেদন করা যাবে ইঞ্জিনীরিং বিষয়ে ডিপ্লোমা পাশ করতে হবে আবেদনকারী ইঞ্জিনিয়ারিং ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকতে হবে ।
বয়স সীমা : 18 থেকে 28 বছর হিসাবে 28.02.2020 গ্রহণযোগ্য। ভারতের এসসি / এসটি / ওবিসি / পিএইচ বয়সের ছাড় পাবেন।
প্রশিক্ষণের সময় সীমা : প্রশিক্ষণের সময়কাল এক বছর হবে এবং চুক্তিটি সমাপ্ত হবে শিক্ষানবিস প্রশিক্ষণের সময়সীমা শেষ করার পরে স্বয়ংক্রিয়ভাবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত পরীক্ষার্থীদের প্রশিক্ষণ শেষ হওয়ার পরে সেই স্বীকৃতি প্রদান করতে হবে।
নিয়োগের পদ্ধতি : ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্সের নম্বর এর উপর ভিত্তি করে একাধিক প্রার্থী দের নম্বর সম্ভব হবে তাকে অগ্রাধিকার দেয়া সেক্ষেত্রে।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা 3 মার্চ মাস 2020 তারিখে বিজ্ঞপ্তি অধীনে।
অনলাইন প্রক্রিয়া চলবে 10 ফেব্রুয়ারি 2021 তারিখ থেকে 19 ফেব্রুয়ারি 2021 তারিখ পর্যন্ত।
ওয়েবসাইটের লিংক : http://bopter.gov.in/assets/pdf/SAILISP_DiplomaApp_Advt.pdf
টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: