পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এর মাধ্যমে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ : 6114 টি।
শিক্ষাগত যোগ্যতা : জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি / বেসিক বি.এসসি। (নার্সিং) / পোস্ট বেসিক বি.এসসি। (নার্সিং) কোর্স পাশ করেছেন।
যে কোনও নার্সিং প্রশিক্ষণ স্কুল / কলেজ অফ নার্সিং উভয়ই ভারতীয় নার্সিং কাউন্সিল এবং সম্মানজনক দ্বারা স্বীকৃত।
রাজ্য নার্সিং কাউন্সিল।
(খ) পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের নিবন্ধকরণ শংসাপত্র।
(গ) বাংলা / নেপালি ভাষার জ্ঞান থাকতে হবে
বয়স সীমা : 18 থেকে 39 বছরের মধ্যে বয়স হতে হবে 1/1 /2021 তারিখ হিসাবে।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে পারবেন 17 ই মার্চ থেকে 26 শে মার্চ 2021 তারিখ পর্যন্ত ।
আবেদন ফি : General, OBC প্রার্থীদের 160 টাকা আবেদন ফি তপশিলি জাতি ও তপশিলি উপজাতি ও প্রতিবন্ধীদের কোন ফি জমা দিতে হবে না।
নিয়োগের পদ্ধতি : ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে ।
বিজ্ঞপ্তি লিংক : https://wbhrb.in/data-upload/news_update/6f9074f973d1c15149ad2204d008c441.pdf
আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: