স্বাস্থ্য দপ্তরে 6114 পদে নিয়োগ করা হচ্ছে (West Bengal Health Recruitment Board)

 


পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এর মাধ্যমে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ : 6114 টি।

শিক্ষাগত যোগ্যতা : জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি / বেসিক বি.এসসি। (নার্সিং) / পোস্ট বেসিক বি.এসসি। (নার্সিং) কোর্স পাশ করেছেন।

যে কোনও নার্সিং প্রশিক্ষণ স্কুল / কলেজ অফ নার্সিং উভয়ই ভারতীয় নার্সিং কাউন্সিল এবং সম্মানজনক দ্বারা স্বীকৃত।

রাজ্য নার্সিং কাউন্সিল।

(খ) পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের নিবন্ধকরণ শংসাপত্র।

(গ) বাংলা / নেপালি ভাষার জ্ঞান থাকতে হবে 

বয়স সীমা : 18 থেকে 39 বছরের মধ্যে বয়স হতে হবে 1/1 /2021 তারিখ হিসাবে।

আবেদনের পদ্ধতি  : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে পারবেন 17 ই মার্চ থেকে 26 শে মার্চ 2021 তারিখ পর্যন্ত ।

আবেদন ফিGeneral, OBC  প্রার্থীদের 160 টাকা আবেদন ফি তপশিলি জাতি ও তপশিলি উপজাতি ও প্রতিবন্ধীদের কোন ফি জমা দিতে হবে না।

নিয়োগের পদ্ধতি  : ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে ।

বিজ্ঞপ্তি লিংক : https://wbhrb.in/data-upload/news_update/6f9074f973d1c15149ad2204d008c441.pdf

আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials

স্বাস্থ্য দপ্তরে 6114 পদে নিয়োগ করা হচ্ছে (West Bengal Health Recruitment Board) স্বাস্থ্য দপ্তরে 6114 পদে নিয়োগ করা হচ্ছে (West Bengal Health Recruitment Board) Reviewed by Karmasandhan Recruitment on ফেব্রুয়ারী ১০, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

");
Blogger দ্বারা পরিচালিত.