ইন্ডিয়ান নেভিতে ইস্টান ওয়েস্টার্ন নাভাল কামান্ডো টেড ম্যান নিয়োগ করা হচ্ছে ইন্ডিয়ান নেভিতে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাধ্যমিক পাস যোগ্যতার আবেদন করুন।
মোট শূন্যপদ : 1159 টি।
শিক্ষাগত যোগ্যতা : কোন স্বীকৃত বোর্ডের মাধ্যমে বা ইনস্টিটিউট থেকে দশম শ্রেণী পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন এবং সমতুল্য উর্ত্তীন্ন সঙ্গে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।
মাসিক বেতন : level-1 অনুযায়ী 18000-56900 টাকা।
বয়স সীমা : 18 - 25 বছরের মধ্যে বয়স হতে হবে 7 এই মার্চ 2021 তারিখ হিসাবে বয়সের ছাড় পাবেন SC/ST/OBC।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : কম্পিউটার ভিত্তিতে অনলাইনে পরীক্ষা নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে ইন্ডিয়ান নেভিতে।
আবেদন ফি : 250 টাকা তপশিলি জাতি ও তপশিলি উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রাপ্ত সেনা কর্মী ও মহিলা প্রার্থীদের কোন ফি দিতে হবে না।
অনলাইনে আবেদন করা যাবে আগামী 22 শে ফেব্রুয়ারি থেকে 7 মার্চ পর্যন্ত বিকাল 5 টা পর্যন্ত।
ওয়েবসাইটের লিংক : https://www.indiannavy.nic.in/
বিজ্ঞপ্তি লিংক : http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10702_92_2021b.pdf
টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: