West Bengal recruitment 2021 মহিলাদের জন্য সুখবর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশের মহিলা কর্মী নিয়োগ করা হচ্ছে
পশ্চিমবঙ্গ সরকার রাজ্যজুড়ে মহিলা প্রার্থী নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস ও গ্রাজুয়েশন পাস সহ বিভিন্ন যোগ্যতায় আবেদন করতে পারবেন জেলায় জেলায় জেলাশাসকের দপ্তরে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে।
1 ) পদের নাম : অফিস ইনচার্জ
শূন্য পদ : 1টি।
বয়স সীমা : 27 - 40 বছরের মধ্যে।
যোগ্যতা : সাইকোলজি ও এলএলবি পাস আবেদন করতে পারবেন সোশ্যাল ওয়ার্ক ,সোশ্যাল সায়েন্স বিষয়ে মাস্টার ডিগ্রী সঙ্গে কম্পিউটারে ডিপ্লোমা কোর্স থাকতে হবে তিন বছরের ওয়েলফেয়ার সেকশনের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন : 25000 টাকা।
2) পদের নাম : কাউন্সিলর
শূন্য পদ : 4টি।
বয়স সীমা : 27 - 40 বছরের মধ্যে।
যোগ্যতা : সাইকোলজি ও এলএলবি পাস আবেদন করতে পারবেন সোশ্যাল ওয়ার্ক ,সোশ্যাল সায়েন্স বিষয়ে মাস্টার ডিগ্রী সঙ্গে কম্পিউটারে ডিপ্লোমা কোর্স থাকতে হবে 2 বছরের ওয়েলফেয়ার সেকশনের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন : 17500 টাকা।
3 ) পদের নাম : হাউস মাদার
শূন্য পদ : 5টি।
বয়স সীমা : 21 থেকে 40 বছরের মধ্যে।
যোগ্যতা :উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য।
মাসিক বেতন : 11000 টাকা।
4 ) পদের নাম :চাইল্ড ওয়েলফেয়ার অফিস সরকার প্রবেশন অফিসার
শূন্য পদ : 4টি।
বয়স সীমা : 21 থেকে 40 বছরের মধ্যে।
যোগ্যতা :সোশ্যাল সায়েন্স বিষয়ে গ্যাজুয়েশন ও শিশু মস্তিষ্ক কম্পিউটার অপারেটর সম্পর্কে অভিজ্ঞতা ও চাইল্ড হেলথ পয়েন্ট সংক্রান্ত কাজের অভিজ্ঞতা তিন বছরের।
মাসিক বেতন : 17500 টাকা।
5 ) পদের নাম : সিস্টার কিপার কম একাউন্ট
শূন্য পদ : 1টি।
বয়স সীমা : 21 থেকে 40 বছরের মধ্যে।
যোগ্যতা : কমার্স গ্রাজুয়েশন পাস ও কম্পিউটারের দক্ষতা থাকতে হবে সংশ্লিষ্ট তিন বছরের কাজের অভিজ্ঞতা।
মাসিক বেতন : 14000 টাকা।
6 ) পদের নাম :প্যারামেডিকেল স্টপ নার্স
শূন্য পদ :1 টি।
বয়স সীমা : 21 থেকে 40 বছরের মধ্যে।
যোগ্যতা : উচ্চ মাধ্যমিক পাস বা নার্স বা ডিপ্লোমা কোর্স 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন : 9000 টাকা।
7 ) পদের নাম :হেল্পার
শূন্য পদ :1টি।
বয়স সীমা : 18 থেকে 40 বছরের মধ্যে।
যোগ্যতা : মাধ্যমিক পাস বা সমতুল্য।
মাসিক বেতন : 6000 টাকা।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার শেষ তারিখ 25 শে জানুয়ারি 1 থেকে 4 পদগুলির ক্ষেত্রে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
ওয়েবসাইটের লিঙ্ক : https://www.paschimmedinipur.gov.in/
বিজ্ঞপ্তি লিংক : https://www.paschimmedinipur.gov.in/system/files/notification/dcpu_application.pdf
কোন মন্তব্য নেই: