ভাবা পরমাণু গবেষণা কেন্দ্র 105 জন জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র ভারতীয়রা হলেই আবেদন করতে পারবেন।
নিয়োগ করা হবে ফিজিক্যাল সায়েন্স ,কেমিক্যাল সাইন্স ও লাইফ সাইন্স এর তিনটি শাখায় রিসার্চ ফেলো নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : যে কোন স্বীকৃতবিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম 60% নম্বর নিয়ে বিএসসি এবং ন্যূনতম 50 শতাংশ নম্বর সহ এমএসসি ।
বয়স সীমা : 31 শে মার্চ 2021 তারিখ হিসাবে বয়স হতে হবে 28 বছরের কম সংরক্ষিত প্রার্থীদের বয়স ছাড় পাবেন।
মাসিক বেতন : 31000 টাকা।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ 15 জানুয়ারি থেকে 31 শে মার্চ 2021 করা হয়েছে।
আবেদন ফি : 500 টাকা তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না ।
ওয়েবসাইটের লিঙ্ক : https://recruit.barc.gov.in/barcrecruit/
বিজ্ঞপ্তি লিংক : http://www.barc.gov.in/careers/vacancy511.pdf
কোন মন্তব্য নেই: