পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ এ নিয়োগ করা হবে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমেযে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এই পদের জন্য।
পদের নাম : অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও অ্যানিমেল রিচার্জ ডেভেল পেমেন্ট ।
শূন্য পদ : 12 টি।
বয়স সীমা : 18 থেকে 40 বছরের মধ্যে প্রার্থীদের বয়স হতে হবে 2021 সালের 1 জানুয়ারি হিসাবে।
শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে এগ্রিকালচার বা ভেটেনারি সায়েন্স বা অ্যানিমাল হাজবেন্ড্রি বিষয়ে ডিগ্রি পাস করতে হবে। সেই সঙ্গে অন্তত 5 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এগ্রিকালচার বা ভেটেনারি সাযেন্স পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি পাস করে থাকলে অগ্রাধিকার পাবেন এই পদের জন্য।
মাসিক বেতন : 56,100 থেকে 144,300 টাকা ।
আবেদনের শেষ তারিখ 1 ফেব্রুয়ারি।
আবেদনের পদ্ধতি : প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
ওয়েবসাইটের লিংক : https://wbpsc.gov.in/
কোন মন্তব্য নেই: