পশ্চিমবঙ্গ MGNREGS সরকারের এই প্রকল্পের কর্মী নিয়োগ করা হচ্ছে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে।
পদের নাম : গ্রাম রোজগার সহায়ক।
শূন্যপদ : 3টি।
বয়স সীমা : 18 -35 বছরের মধ্যে বয়স হতে হবে 1 জানুয়ারি 2021 তারিখ হিসাবে।
যোগ্যতা : উচ্চমাধ্যমিক পাশ বা পদার্থবিদ্যা এবং গণিত বিষয়ে পড়ে থাকতে হবে উচ্চমাধ্যমিকে 55 শতাংশ নম্বর নিয়ে পাস করে থাকতে হবে আবেদনকারী 6 মাসের কম্পিউটার কোর্স থাকতে হবে এই পদের জন্য যোগ্যতার জন্য।
আবশ্যিক যোগ্যতা : গ্রাম রোজগার সহায়ক পদে উত্তর দিনাজপুর জেলা রায়গঞ্জ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নিয়োগ করা হবে আবেদনকারীদের রায়গঞ্জ ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
আবেদনের পদ্ধতি : আবেদনপত্র ডাউনলোড করতে হবে আবেদনপত্র জমা দেয়া যাবে 5 জানুয়ারি 2021 তারিখ থেকে 20 জানুয়ারি 2021 তারিখ পর্যন্ত সকাল 11 টা থেকে বিকাল 5 টার মধ্যে শনি ও রবিবার ছুটির দিন নিয়োগ করা হবে।উচ্চ মাধ্যমিক পাশের ওপর ভিত্তি করে মেরিটলিস্ট প্রকাশিত করা হবে।
বিজ্ঞপ্তির লিংক : http://uttardinajpur.gov.in/advertise/GRS-3418.pdf
কোন মন্তব্য নেই: