পশ্চিমবঙ্গ সরকারের অষ্টম শ্রেণী পাস থাকলে নাইট গার্ড পদে আবেদন করতে পারবেন গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ সরকার এর নারী ও শিশু কল্যাণ দপ্তর এর উত্তর 24 পরগনা জেলায় জুভেনাইল জাস্টিস বোর্ডের মাধ্যমে চুক্তিতে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ যে কোন জেলা থেকে আবেদন করতে পারেন।
পদের নাম : অর্ডারলিজ।
শূন্যপদ : 2 টি।
বয়সসীমা : 21 - 40 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণী পাস ও উচ্চতর যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আবেদন করতে পারবেন এই পদের জন্য।
মাসিক বেতন : 7000 টাকা।
পদের নাম : নাইট গার্ড।
শূন্যপদ : 1টি।
বয়সসীমা : 21 - 40 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণী পাস ও উচ্চতর যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আবেদন করতে পারবেন এই পদের জন্য।
মাসিক বেতন : 7000 টাকা।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনপত্র সমস্ত নথিপত্র জেরক্স কপি উত্তর 24 পরগনা জুভেনাইল জাস্টিস আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ : 12 ই জানুয়ারি 2021 বিকাল 5 টার মধ্যে।
নিয়োগের পদ্ধতি : ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে আবেদনকারীর মোবাইল নাম্বার অথবা ইমেইল আইডি জন্য ডাকা হবে ইন্টারভিউ সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে।
ওয়েবসাইটের লিংক : http://north24parganas.gov.in/
বিজ্ঞপ্তির লিংক : http://north24parganas.gov.in/sites/default/files/uploads0/Recruitments/Notification%20for%20recruitment%20of%202%20category%20of%20post%20of%20JJB,%2024pg.pdf
কোন মন্তব্য নেই: