পশ্চিমবঙ্গে বিশ্ববিদ্যালয় মাধ্যমিক পাস ও অষ্টম শ্রেণী পাশে কর্মী নিয়োগ করা হচ্ছে এক বছরের চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় লিখিত পরীক্ষায় ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।
পদের নাম : ক্লারিক্যাল স্টপ ক্লার্ক ।
শূন্য পদ : 1 টি ।
যোগ্যতা : যেকোন শাখা থেকে উচ্চমাধ্যমিক পাশ বা তার সঙ্গে কম্পিউটার কোর্স পাশ করে থাকতে হবে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে এই পদের জন্য ।
মাসিক বেতন : 12000 টাকা।
পদের নাম : আটেনডেন্ট ।
শূন্য পদ : 4টি।
যোগ্যতা : অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করতে পারবেন তবে ল্যাবরটরি অফিস বা কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন : 9000 টাকা।
বয়স সীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1ই জানুয়ারি 2020 তারিখ হিসেবে বয়সে ছাড় পাবেন।
আবেদনের পদ্ধতি : সরাসরি ইন্টারভিউ দিন সমস্ত নথিপত্র ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে রঙিন ছবি নিয়ে যেতে হবে ইন্টারভিউ সংগ্রহ করার জন্য কোনরূপ আবেদন ফি জমা দিতে হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের।
ইন্টারভিউ তারিখ : 29 শে ডিসেম্বর সকাল 11 টা থেকে।
ওয়েবসাইটের লিংক : https://www.ubkv.ac.in/
বিজ্ঞপ্তির লিংক : https://www.ubkv.ac.in/wp-content/uploads/Walk-in-Interview-UBKV-Rect-05-2020_17Dec2020.pdf
কোন মন্তব্য নেই: