ভারতীয় ডাক বিভাগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শূন্যপদ 2443 জনকে নিয়োগ করা হবে গ্রামীণ ডাক সেবক পদে।
শূন্যপদ : 2443 টি
পদের নাম : গ্রামীণ ডাক সেবক ও GDS বিভিন্ন পোস্ট অফিসে অনুযায়ী গ্রামীণ ডাক সেবক এর বিভিন্ন পদ রয়েছে পদ গুলি হল (BPM) পোস্টমাস্টার ও ( ABPM/Dak Sevak )অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক।
যোগ্যতা : যেকোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমে বা সমতুল্য পাশে থাকলে অগ্রাধিকার দেয়া হবে ।
মাসিক বেতন : বিপিএম Rs.12,000 নূন্যতম টিআরসিএ 4 এর জন্য টিআরসিএ স্ল্যাবে ঘন্টা / স্তর 1
Rs.14,500 নূন্যতম টিআরসিএ 5 এর জন্য টিআরসিএ স্ল্যাবে ঘন্টা / স্তর 2
এবিপিএম / ডাক সেবক : Rs.10,000 নূন্যতম টিআরসিএ 4 এর জন্য টিআরসিএ স্ল্যাবে ঘন্টা / স্তর 1
Rs.12,000 নূন্যতম টিআরসিএ 5 এর জন্য টিআরসিএ স্ল্যাবে ঘন্টা / স্তর 2
আবশ্যিক যোগ্যতা : কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্র থেকে 60 দিনের সময়কালে কম্পিউটার কোর্স থাকতে হবে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কম্পিউটার বিষয় হিসেবে পড়াশোনা করে থাক তবে সে ক্ষেত্রে কম্পিউটার কোর্স লাগবেনা বলা হয়েছে আবেদনে অবশ্যই সাইকেল চালাতে জানতে হবে এই পদের জন্য ।
আবেদনের পদ্ধতি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা ২০ জানুয়ারি 21 তারিখ পর্যন্ত ।
আবেদন ফি : 100 টাকা রাখা হয়েছে SC/ ST/ প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোন ফি দিতে হবে না।
ওয়েবসাইটের লিংক : https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx
বিজ্ঞপ্তি লিংক : https://www.exambangla.com/wp-content/uploads/2020/12/Karnataka-11_Cycle3.pdf
কোন মন্তব্য নেই: