ওয়েস্ট বেঙ্গল পুলিশের লোহার ডিভিশন ক্লার্ক 35 জনকে গ্রুপ সি পদে নিয়োগ করা হবে কেবলমাত্র অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে।
বেতন : 10000 টাকা।
বয়স সীমা 31 শে ডিসেম্বর 2020 তারিখ হিসেবে বয়স উর্ধ্বসীমা 68 বছর।
আবেদনের পদ্ধতি : ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে ডাউনলোড করা যাবে এছাড়াও ভবানী ভবন আলিপুর কলকাতা 700027 দরখাস্ত বয়ানে পাওয়া যাবে যাবতীয় প্রমাণপত্র প্রাসঙ্গিক জেরক্স কাজের দিনে সকাল 10:30 থেকে বিকাল 5 টা পর্যন্ত জমা দেয়া যাবে 2 ডিসেম্বর বিকাল 5:30 এর মধ্যে।
ওয়েবসাইটের লিংক : http://www.policewb.gov.in/
বিজ্ঞপ্তি লিংক : http://www.wbpolice.gov.in/writereaddata/wbp/recruitment%20LDC.pdf
রাজ্য পুলিশের লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হচ্ছে বিস্তারিত জেনে নিন Reviewed by Karmasandhan Recruitment on নভেম্বর ১৭, ২০২০ Rating:
কোন মন্তব্য নেই: