ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এর তরফ থেকে 482 জনকে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী অনলাইনে আবেদন করা যাবে 4 নভেম্বর থেকে 22 শে নভেম্বর পর্যন্ত।
শূন্য পদ : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড পশ্চিমবঙ্গ 44 জনকে নিয়োগ করা হবে গুজরাটে 90 জনকে নিয়োগ করা হবে রাজস্থানী 46 জনকে নিয়োগ করা হবে বিহারের 36 জনকে নিয়োগ করা হবে 31 জনকে নিয়োগ করা হবে উত্তরপ্রদেশে 18 জনকে নিয়োগ করা হবে উত্তরাখণ্ড 6 জনকে নিয়োগ করা হবে রাজস্থান 3 জনকে হিমাচল প্রদেশের 3জনকে তামিলনাড়ু 32 জনকে কর্নাটকে 3জনকে অন্ধ্রপ্রদেশে 6 জনকে।
বয়স সীমা : 30 শে অক্টোবর 2020 তারিখের হিসাবে বয়স হতে হবে 18 থেকে 24 বছরের মধ্যে বয়সের ছাড় পেয়ে যাবে SC/ST/OBC।
ট্রেনিং এর সময়সীমা : ডেটা এন্ট্রি অপারেটর এবং ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর এর ক্ষেত্রে ট্রেনিং এর সময়সীমা 15 মাস বাকি দের ক্ষেত্রে এক বছর রাখা হয়েছে।
স্টাইপেন্ড : অ্যাপেন্ডিক্স 1 নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেয়া হবে।
আবেদনের পদ্ধতি : টেকনিশিয়ান অপারেটরঅপারেটরদের পোর্টালের নাম নথিভুক্ত করতে হবে ।
টেকনিশিয়ান অপারেটর ওয়েবসাইট : https://portal.mhrdnats.gov.in/boat/commonRedirect/registermenunew!registermenunew.action
ট্রেড এ্যাপ্রেন্টিস এর ওয়েবসাইট : https://apprenticeshipindia.org/
অনলাইনে আবেদন করার লিংক : https://plis.indianoilpipelines.in/
বিজ্ঞপ্তি লিংক : https://drive.google.com/file/d/1cGr-a49meD5aLtc3375wOev96W2TxZWz/view
Reviewed by Karmasandhan Recruitment on নভেম্বর ০৩, ২০২০ Rating:









কোন মন্তব্য নেই: