রাইটস লিমিটেড তরফ থেকে 170 জন কে ইঞ্জিনিয়ারিং সিভিল ইলেকট্রিকাল মেকানিকাল নিয়োগ করা হবে।
শূন্য পদ : 170 জন।
বয়স সীমা : 1 ই নভেম্বর 2020 তারিখ হিসাবে বয়স হতে হবে 40 বছরের মধ্য বয়সের ছাড় পেয়ে যাবেন SC/ST/OBC।
শিক্ষাগত যোগ্যতা : ইঞ্জিনিয়ার (সিভিল) বিই / বিটেক / বিএসসি (ইঞ্জিনিয়ারিং) সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি ২ বছর।
ইঞ্জিনিয়ার (মেকানিকাল) বিই / বিটেক / বিএসসি (ইঞ্জিনিয়ারিং) মেকানিকাল / এ ডিগ্রি
উত্পাদন / শিল্প / অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং 2 বছর।
ইঞ্জিনিয়ার (বৈদ্যুতিক) বিই / বিটেক / বিএসসি (ইঞ্জিনিয়ারিং) বৈদ্যুতিক ডিগ্রি
বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং 2 বছর।
বেতন : 19860 টাকা।
আবেদন ফি : 600 টাকা তপশিলি জাতি ও তপশিলি উপজাতি ও EWS শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 300 টাকা দিতে হবে।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে 26 শে নভেম্বর পর্যন্ত।
ওয়েবসাইটের লিঙ্ক : https://rites.com/
বিজ্ঞপ্তির লিংক : https://rites.com/web/images/stories/uploadVacancy/14_20.pdf
কোন মন্তব্য নেই: