আর্মি স্কুলে সারাদেশে 137 টি আর্মি পাবলিক স্কুল প্রায় ৮০০০ হাজার শিক্ষক শিক্ষিকা রয়েছে যার মধ্যে প্রতিবছর ও অন্যান্য নানা কারণে ২৫০০ হাজার পদ খালি রয়েছে নতুন শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে ।
শিক্ষাগত যোগ্যতা : পিজিটি প্রাইমারি ইত্যাদি মানের শিক্ষাগত জন্য বিভিন্ন মানের যোগ্যতা দরকার আর্মি স্কুল।
প্রাইমারি টিচার এর ক্ষেত্রে 50% নম্বর ও গ্রাজুয়েশন সঙ্গে 50 শতাংশ নম্বর সহ বিএড বা দু বছরের ডিপ্লোমা বা চার বছরের b.el.ed থাকতে হবে সব ক্ষেত্রে ন্যূনতম 50 শতাংশ নাম্বার থাকতে হবে মাস্টার ডিগ্রী যোগ্যতার ক্ষেত্রে গ্রাজুয়েশনে 50% কোন নাম্বার থাকলে সেই বিষয়ে মাস্টার ডিগ্রী 50 শতাংশ বেশি থাকতে হবে এই পদের জন্য।
বয়স সীমা : ১ কে এপ্রিল ২০২১ তারিখ প্রেস প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে 40 বছরের কম দিল্লি এনসিআর স্কুলের ক্ষেত্রে বিডিটি বিআরটি জন্য বয়স হতে হবে 29 বছর বয়স হতে হবে 36 বছর প্রার্থীদের ক্ষেত্রে একে এপ্রিল 2021 তারিখ অনুযায়ী বয়স হতে হবে বছরের কম এক্ষেত্রে গত 10 বছরে অন্তত পাঁচ বছরে টিচিং অভিজ্ঞতা থাকতো ।
মাসিক বেতন ঃ কেন্দ্র সরকারি নিয়ম অনুযায়ী বেশি গ্রেট করা হবে এছাড়া স্কুল ম্যানেজমেন্ট এর নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা স্থির হবে।
প্রার্থী বাছাই পদ্ধতি ঃ প্রার্থী বাছাই করা হবে তিনটি ধাপ এর মাধ্যমে প্রথম ধাপের পরীক্ষা দ্বিতীয় ধাপে ইন্টারভিউ ও তৃতীয় ধাপের টিচিং স্কিল ও কম্পিউটার দক্ষতা জানতে হবে লিখিত পরীক্ষা হবে পশ্চিমবঙ্গ সহ সারাদেশে বিভিন্ন কেন্দ্র সফল হলে ইন্টারভিউ হবে কেন্দ্রীয় স্কুলে মিলিটারি দেশের বিভিন্ন জায়গায় পরীক্ষা কেন্দ্রের তালিকা ওয়েবসাইটে পাওয়া যাবে তিনটি কেন্দ্রীয় বাঁচতে হবে ও এডমিট কার্ড ডাউনলোড করতে হবে 4 নভেম্বর থেকে পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে দেখা যাবে।
রেজিস্ট্রেশনে পোর্টাল থেকে গত বছরের প্রশ্নপত্র দেখতে পাওয়া যাবে প্রশ্নপত্রের জন্য রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করা 24 ঘন্টা পর থেকে প্রশ্নপত্র ডাউনলোড করতে পারবেন ওয়েবসাইট থেকে http://aps-csb.in/College/Index_New.aspx
পরীক্ষা ফ্রিঃ পরীক্ষা ফ্রি ৫০০ টাকা দিতে হবে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড ও নেট ব্যাংকিং এর মাধ্যমে ফ্রি দেয়া যাবে।
আবেদনের পদ্ধতি ঃ আবেদন করতে হবে ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে কেবলমাত্র অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করা যাবে এবং আগের ছবি সাক্ষরতা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট স্ট্যান্ড করে রাখতে হবে ছবি এক কপি ও স্বাক্ষর অনলাইনে এপ্লিকেশন ফরম পূরণ করা হয়ে গিয়েছে সাবমিট বাটনে ক্লিক করতে হবে অনলাইনে আবেদন করা যাবে ১ ই অক্টোবর থেকে ২০ অক্টোবর বিকাল 5 টা পর্যন্ত।
ওয়েবসাইটের লিংক ঃ http://aps-csb.in/College/Index_New.aspx
কোন মন্তব্য নেই: