পশ্চিমবঙ্গে ৫ টি নতুন চাকরির বিজ্ঞপ্তি || Group D Job in West Bengal 2020 || Sumanjob.in

 রাজ্য মাদ্রাসার প্রধান শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ হচ্ছে 216 জন 

 পশ্চিমবঙ্গে মাদ্রাজ সার্ভিস কমিশনের মাধ্যমে প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে 216 জন কে


বয়স সীমা : বয়স হতে হবে ১ ই জানুয়ারি থেকে ২০২০  তারিখ হিসাবে বয়সে উর্ধ্বসীমা 55 বছর

শিক্ষাগত যোগ্যতা : পশ্চিমবঙ্গ জুড়ে মাদ্রাসা প্রধান শিক্ষক ও শিক্ষিকা ইউজিসির বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম 40 শতাংশ নম্বর নিয়ে পোস্ট গ্যাজুয়েট ডিগ্রী হতে হবে হাই মাদ্রাসা যেতে হবে এবং বিএড  ও পিজিবিপি  উর্দু ভাষা পড়া ও বলা  কাজ চালানোর মত জ্ঞান থাকতে হবে 10 বছরের  অভিজ্ঞতা থাকতে হবে  

প্রধান শিক্ষক ও শিক্ষিকা জুনিয়ার  মাদ্রাসা : ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 40 শতাংশ নম্বর নিয়ে পোস্ট গ্যাজুয়েট ডিগ্রী হতে হবে হাই মাদ্রাসা মাদ্রাসা 45% নাম্বার থাকতে হবে এবং পিজিবিপি   উর্দু ভাষায় পড়া বা জানতে হবে কাজ চালানোর মত যোগ্যতা থাকতে হবে সঙ্গে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে

মাস্টার ডিগ্রি উর্দু ভাষা পড়াও বলা মতন জ্ঞান থাকতে হবে 10 বছরের শিক্ষক শিক্ষিকা অভিজ্ঞতা থাকতে হবে

আবেদনের পদ্ধতি : আপনাদের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে এবং ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে অনলাইনে আবেদন করা যাবে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত

ওয়েবসাইটের লিংক : http://www.wbmsc.com/   / http://wbmsc.com/hm7/index.php 

বিজ্ঞপ্তি লিংক : http://wbmsc.com/hm7/Instruction_Guidelines_HM-SUPER_2020.pdf


১ লক্ষেরও বেশি পদে নিয়োগ আধা সেনাবাহিনীতে নিয়োগ ২০২০


আমরা সবাই জানি করো না পরিস্থিতি জনিত কারণে সমস্ত চাকরি দিনে দিনে কমতে শুরু করেছে কিন্তু আর বেশিদিন নয় এবার কমার বদলে বাড়ার হার বেশি পরিমাণে হবে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের আধার সেনাবাহিনীতে এক লক্ষ শূন্য করে খুব শীঘ্রই আসতে চলেছে বিজ্ঞপ্তি




স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই এক প্রশ্নের উত্তরে রাজ্যসভায় এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ইতিমধ্যেই ৬০২১০ কনস্টেবল, ২৫৩৪ সাব ইন্সপেক্টর এবং ৩৩০ অ্যাসিস্ট্যান্ট কমান্ডারের শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। স্টাফ সিলেকশন কমিশন এবং ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া চলবে। আগামীদিনে বাকি প্রায় ৪৫ হাজার পদে নিয়োগের পরিকল্পনাও রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, বিএসএফের শূন্যপদের সংখ্যা ২৮৯২৬। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে (সিআরপিএফ) শূন্যপদ রয়েছে ২৬৫০৬। সশস্ত্র সীমা বলে (এসএসবি) রয়েছে ১৮৬২৩, ইন্দো টিবেটিয়ান পুলিশ ফোর্সে (আইটিবিপি) রয়েছে ৫৭৮৪ টি শূন্যপদ এবং অসম রাইফেলসের ৭৩২৮ টি পদ শূন্য রয়েছে। সরকার চা‌ই঩ছে এই বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগ সম্পূর্ণ করে ফেলতে। তিনরকম নিয়মে শূন্যপদ পূরণ করা হয়। নতুন নিয়োগ, প্রোমোশন, অন্য বাহিনী থেকে ডেপুটেশন। এই তিনভাবেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এই শূন্যপদের সিংহভাগই কনস্টেবল পদে।



হুগলি জেলা  ক্লার্ক এলডিএ নাইট গার্ড নিয়োগ হবে??


 হুগলী জেলাতে জুভেনাইল জাস্টিস বোর্ডে চুক্তিভিত্তিতে একাধিক পদে নিয়োগ ক্লার্ক এলডিএ নাইট গার্ড হবে


শূন্য পদ : বেঞ্চ ক্লার্ক ১ কাম টাইপিস্ট ১ আদালি ১ নাইট গাট ১

শিক্ষাগত যোগ্যতা ও বেতন : বেঞ্চ ক্লার্ক এরউচ্চ মাধ্যমিক  সমতুল্য  থাকতে হবে ১ কে জানুয়ারি ২০২০ তারিখ অনুযায়ী বয়স হতে হবে 21 - 40 এর মধ্যে মাসিক বেতন হবে ১৪,৭০০ টাকা

লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট মাধ্যমিক বা সমতুল্য  পাস থাকতে হবে ১ ই জানুয়ারি থেকে ২০২০  অনুযায়ী বয়স হতে হবে 21-  40 এর মধ্যে মাসিক বেতন হবে ১১,৮৮০ টাকা

 আর্দালি অষ্টম শ্রেণী পাস হতে হবে ১ই জানুয়ারি ২০২০ অনুযায়ী বয়স হতে হবে 21 - 40 এর মধ্যে বেতন হবে ৭০০০ টাকা

নাইট গার্ড পদের জন্য অষ্টম শ্রেণী পাস হতে হবে ১ই জানুয়ারি থেকে২০২০ অনুযায়ী বয়স হতে হবে 21 - 40 এর মধ্যে বেতন হবে ৭০০০ টাকা

আবেদনের পদ্ধতি : বেঞ্চ ক্লার্ক পদের জন্য লোহার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট তাদের জন্য অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার শেষ তারিখ 11 অক্টোবর ২০২০ বাকি দুটি পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে আবেদনপত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে পৌঁছাতে হবে আগামী 1 অক্টোবর থেকে ২০২০ মধ্যে আবেদন পত্র সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র  অ্যাটেস্টেড কপি  ও সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে আবেদনপত্র খামের উপরে  নাইট গার্ড পদের নাম উল্লেখ করে দিতে হবে এই পদের জন্য

ওয়েবসাইটের লিংক : http://hooghly.gov.in/online_recruitment_home.htm

বিজ্ঞপ্তি লিংক : http://www.hooghly.gov.in/public_doc/974_%20Recruitment%20of%20JJB.pdf


Paddy Purchase Officer Recruitment || ধান ক্রয় কেন্দ্রে 1000 শূন্যপদে রাজ্যের সমস্ত জেলায় নিয়োগ 2020


Jobs Location : West Bengal

Total post : 1,000

Group : A/B/C

Educational Qualification: Ex-servicemen
Age Limit: Maximum 64 years
Pay Scale: Rs. 18,000/- PM


Application Fee: Online আবেদন করবেন যে সকল প্রার্থীরা তাদের জন্য কোন আবেদন Free জানানো হয়নি শুধুমাত্র আপনারা অফিশিয়াল ওয়েবসাইটে দেখে নিবেন 



 

 How to Apply: যে সকল প্রার্থীরা আবেদন করবেন এই পদের  বেলায় তাদেরকে সমস্ত অরজিনাল ডকুমেন্টস জেরক্স কপি আবেদন করার সময় জমা দিতে হবে আপনাদেরকে মনে রাখতে হবে যে সকল ডকুমেন্টগুলো দিচ্ছেন অবশ্য আপনাদের self-attested করে দেবেন 
Important Dates:
joining date : 01/11/2020 - 30/01/2021
Closing Date of Online Application: 05/10/2020
Official Web-Site: https://wbpds.gov.in/rptForUsers/rptNotificationOrderDtls_usr.aspx

এয়ার ইন্ডিয়া প্যারামেডিকেল //কাস্টমার এজেন্ট //নিয়োগ করা হবে 16 জনকে ??


 এয়ার ইন্ডিয়া ট্রান্সপোর্ট সার্ভিস লিমিটেড 16 জনকে নিয়োগ করা হবে প্যারামেডিকেল এজেন্ট কেবিন সার্ভিস এজেন্ট ও কাস্টমার এজেন্ট নিয়োগ করা হবে চুক্তিতে   পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবে এই পদের জন্য



শূন্য পদ : প্যারামেডিকেল এজেন্ট কামকেবিন  সার্ভিস এজেন্ট চেন্নাই ৪ জন প্যারামেডিকেল এজেন্ট কামকেবিন  সার্ভিস এজেন্ট ৪ জন কলকাতা প্যারামেডিকেল এজেন্ট কেবিন সার্ভিস এজেন্ট দেরাদুন এ ২  কাস্টমার এজেন্ট জলপাইগুড়ি ৬ টি নিয়োগ করা হবে

বেতন : আপনাদের প্যারামেডিকেল এজেন্ট কেবিন  সার্ভিস এজেন্ট চেন্নাই ও কলকাতা পদের জন্য আপনার প্রতি মাসে বেতন হবে ২১৩০০ টাকা প্যারামেডিকেল এজেন্ট  সার্ভিস এজেন্ট দেরাদুন পদের জন্য আপনার বেতন হবে ১৯৩৫০ টাকা ও কাস্টমার এজেন্ট জলপাইগুড়ি পদে বেতন হবে প্রতি মাসে ১৬৫৩০ টাকা

শিক্ষাগত যোগ্যতা :  মাধ্যমিক  ও উচ্চমাধ্যমিক ও গ্রাজুয়েশন পাস থাকতে হবে সঙ্গে নার্সিং ডিপ্লোমা অথবা বিএসসি নার্সিং বয়সের উর্ধ্বসীমা 28 বছর জন্ম তারিখ হতে হবে ২ এ সেপ্টেম্বর ১৯৯২ -১ থেকে  সেপ্টেম্বর 2002 এর মধ্যে

কাস্টমার এজেন্ট পদের জন্য : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এডুকেশন এর সঙ্গে বেসিক কম্পিউটার  জ্ঞান থাকতে হবে বয়স সীমা 28 বছর জন্ম তারিখ ১৯৯২-১সেপ্টেম্বর ২০০২ মধ্যে হতে হবে সব ক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণি প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন  SC/ST/OBC

আবেদনের পদ্ধতি : নির্দিষ্ট বয়ানের মাধ্যমে আপনাদের আবেদনপত্রের সঙ্গে যাবতীয় প্রমানপত্র সহ জেরক্স ও আগামী 2 অক্টোবর এর মধ্যে পাঠাতে হবে ইমেইল  [email protected]

বিজ্ঞপ্তি লিংক : http://www.airindia.in/writereaddata/Portal/career/900_1_AIASL-ADVT-Sept-2020.pdf




পশ্চিমবঙ্গে ৫ টি নতুন চাকরির বিজ্ঞপ্তি || Group D Job in West Bengal 2020 || Sumanjob.in পশ্চিমবঙ্গে ৫ টি নতুন চাকরির বিজ্ঞপ্তি || Group D Job in West Bengal 2020 || Sumanjob.in Reviewed by Karmasandhan Recruitment on সেপ্টেম্বর ২৩, ২০২০ Rating: 5

কোন মন্তব্য নেই:

");
Blogger দ্বারা পরিচালিত.