পশ্চিমবঙ্গে মাদ্রাজ সার্ভিস কমিশনের মাধ্যমে প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে 216 জন কে।
বয়স সীমা : বয়স হতে হবে ১ ই জানুয়ারি থেকে ২০২০ তারিখ হিসাবে বয়সে উর্ধ্বসীমা 55 বছর।
শিক্ষাগত যোগ্যতা : পশ্চিমবঙ্গ জুড়ে মাদ্রাসা প্রধান শিক্ষক ও শিক্ষিকা ইউজিসির বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম 40 শতাংশ নম্বর নিয়ে পোস্ট গ্যাজুয়েট ডিগ্রী হতে হবে হাই মাদ্রাসা যেতে হবে এবং বিএড ও পিজিবিপি উর্দু ভাষা পড়া ও বলা কাজ চালানোর মত জ্ঞান থাকতে হবে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
প্রধান শিক্ষক ও শিক্ষিকা জুনিয়ার মাদ্রাসা : ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 40 শতাংশ নম্বর নিয়ে পোস্ট গ্যাজুয়েট ডিগ্রী হতে হবে হাই মাদ্রাসা মাদ্রাসা 45% নাম্বার থাকতে হবে এবং পিজিবিপি উর্দু ভাষায় পড়া বা জানতে হবে কাজ চালানোর মত যোগ্যতা থাকতে হবে সঙ্গে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মাস্টার ডিগ্রি উর্দু ভাষা পড়াও বলা মতন জ্ঞান থাকতে হবে 10 বছরের শিক্ষক শিক্ষিকা অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের পদ্ধতি : আপনাদের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে এবং ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে অনলাইনে আবেদন করা যাবে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত।
ওয়েবসাইটের লিংক : http://www.wbmsc.com/ / http://wbmsc.com/hm7/index.php
বিজ্ঞপ্তি লিংক : http://wbmsc.com/hm7/Instruction_Guidelines_HM-SUPER_2020.pdf
Reviewed by Karmasandhan Recruitment on সেপ্টেম্বর ২২, ২০২০ Rating:








এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।
উত্তরমুছুনBandhan Bank apple
উত্তরমুছুন