প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা মোদি সরকার গরিবদের জন্য গ্রামীণ মহিলাদের বিনামূল্যে গ্যাস সিলেন্ডার দিয়ে থাকে এই যোজনায় এবার সুবিধাভোগী সেপ্টেম্বর মাস থেকে বিনামূল্যে পাবে না করে দেশজুড়ে যে পরিস্থিতিতে তৈরি হয়েছিল তার জন্য দেশে 7.4 কোটি মহিলা ৩ মাসের জন্য বিনামূল্যে সিদ্ধান্ত ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার এপ্রিলে থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে দেখে নিতে কিভাবে যোজনা লাভ নিতে পারবেন ।
 
                          রেজিস্ট্রেশন করানোর পদ্ধতি বেশ সহজ গ্যাস কানেকশন নেওয়ার জন্য বিপিএলের পরিবারের যে কোন মহিলা আবেদন জানাতে পারবেন যোজনা ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে হবে রেজিস্ট্রেশন এর জন্য সবচেয়ে প্রথম ভর্তি করে নিকটবর্তী এলপিজি অফিসে জমা দিতে হবে।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আবেদনকারী মহিলাদের নিজের নাম ও জনধন একাউন্ট এর নাম্বার বা পরিবারের সমস্ত সদস্য নাম আধার নম্বর দিতে হবে পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সরকারি সংস্থাগুলো স্থানে জারি করে দেবে কোন উপভোক্তা ইমেল সিলেক্ট করলে ইএমআই এর টাকা সিলিন্ডার সাবসিডি সঙ্গে একজাস্ট করে দেয়া হবে।
উজ্জ্বলা যোজনা সুবিধা কেবল তারাই পাবেন যারা দরিদ্র সীমার নিচে রয়েছেন এবং বিপিএল কার্ড হয়েছে এখানে বাড়ির মহিলারা নিজেদের নাম ও গ্যাসের কানেকশন নিতে পারবেন ভর্তুকি টাকার জন্য যেকোনো সরকারি ব্যাংকে সেভিংস একাউন্ট থাকতে হবে আপনাদের এ যোজনা পাওয়ার জন্য।
 Reviewed by Karmasandhan Recruitment on সেপ্টেম্বর ০২, ২০২০  Rating:
 Reviewed by Karmasandhan Recruitment on সেপ্টেম্বর ০২, ২০২০  Rating: 
                       
                    







কোন মন্তব্য নেই: