SUMANJOB.IN কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগে আপনাদের স্বাগতম। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন রাজ্য সরকারের WBCS, WBPSC, PSC ক্লার্কশিপ, পঞ্চায়েতের সেক্রেটারি, হাইকোর্টের বিভিন্ন বিভাগে, জেলাতে ক্লার্ক তাছাড়াও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন ইউ পি এস সি, ব্যাংকের ক্লার্ক ও পি.ও, রেলওয়ে বিভিন্ন বিভাগ, SSC বিভিন্ন বিভাগ ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, ঘরে বসে যে কোনো সরকারি চাকরির প্রস্তুতি নিতে পারেন আমাদের থেকে।
আজকের কারেন্ট অ্যাফেয়ার্স
১.কোন দেশ প্রায় দশ লক্ষ রোহিঙ্গাকে ভাসান চর দ্বীপপুঞ্জে স্থানান্তরিত করার পরিকল্পনা করছে?
২.স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন ব্যবস্থাপনা পরিচালক পদে নিযুক্ত হয়েছেন ?
৩.ভারত সরকার কোন শহরে পরিবহন প্রকল্পের জন্য এআইআইবির সাথে 500 মিলিয়ন ডলারের ঋণের চুক্তি স্বাক্ষর করেছে?
৪.WHO এর COVAX সুবিধাটিতে বর্তমানে কয়টি ভ্যাকসিন অন্তর্ভুক্ত রয়েছে?
৫.সন্ত্রাসবাদে ক্ষতিগ্রস্থদের আন্তর্জাতিক স্মরণ ও শ্রদ্ধা দিবস কবে পালন করা হয়?
৬.প্রধানমন্ত্রী প্রশাসনের ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবে পুরষ্কার প্রদান করবেন?
৭. সেপ্টেম্বরে কোন দেশ কাভকাজ -২০২০ এর হোস্টিং করবে?
৮.মাইন্ড স্পোর্টস অলিম্পিয়াড ২০২০ সালে কোন দেশ মেন্টাল ক্যালকুলেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো স্বর্ণ জিতেছে?
৯.এ বছর ল্যান্ড অ্যাডভেঞ্চার ক্যাটাগরিতে কে তেনজিং নর্গে জাতীয় অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ডে ভূষিত হবে?
১০.জেনকোস এবং ট্র্যাঙ্কোসের কাছে পাওয়ার মন্ত্রকের পরামর্শ অনুসারে লেট পেমেন্ট সারচার্জের সীমা কত?
১১.কোন দেশ তার স্থানীয়ভাবে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘শহীদ কাসেম সোলেমানি’ প্রদর্শন করেছে?
১২.কে নতুন নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হয়েছেন ?
১৩.কোন রাজ্য নির্মাণ শ্রমিকদের নিবন্ধকরণ শুরু করেছে?
১৫.’‘জরুরি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম’ (ইসিএলজিএস) এর জন্য কত বরাদ্দ করা হয়েছে ?
১৬.শ্রম মন্ত্রকের কোন সংস্থার জন্য একটি নতুন লোগো তৈরী করা হয়েছে?
১৭.কোন রাজ্যের সরকার ব্রহ্মপুত্র নদের উপরে ভারতের দীর্ঘতম রোপওয়ে চালু করেছে?
১৮.কোন দেশ কৃষ্ণ সাগরের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস মজুদ খুঁজে পেয়েছে করেছে?
১৯.কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যায়ক্রমে কেন্দ্রকে দিল্লি মেট্রো পুনরায় চালু করার জন্য অনুরোধ করেছেন?
২০.ভারতীয় রেলওয়ের কোন অঞ্চল রোল অন-রোল অফ (আরও-আরও) পরিষেবাটির পরীক্ষা চালিয়েছে?
very useful content thanks sir, banglaallnews bangla all news
উত্তরমুছুন