কলকাতা উচ্চ আদালতে আপিল অধিক্ষেত্রে (অ্যাপেলেট সাইড) Notification No.5442-RG dated 20th December, 2018 অনুযায়ী উচ্চ আদালতে ২০০ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট (এলডিএ) নিয়োগের জন্য গত ১৯ জানুয়ারি দ্বিতীয় পর্যায়ের যে লিখিত পরীক্ষা হয়েছিল তাতে অংশ নিয়েছিলেন ৩১৮ জন প্রার্থী। সেই পরীক্ষার ফল বেরোল। তাতে সফল হয়ে তৃতীয় পর্যায়ে ভাইভা-ভোসি টেস্টের জন্য উত্তীর্ণ হয়েছেন মোট ১৭০ জন। ভাইভার স্থান, তারিখ ও সময় পরে ওই ১৭০ জন নির্বাচিত প্রার্থীদের চিঠি দিয়ে জানানো হবে। দ্বিতীয় পর্যায়ের লিখিত পরীক্ষার মোট পরীক্ষার্থীর তালিকা (তালিকা-১) ও ভাইভা-ভোসির জন্য উত্তীর্ণদের তালিকা (তালিকা-২) দেখা যাবে গত ২৪ আগস্ট প্রকাশিত
ওয়েবসাইটের লিংক : https://www.calcuttahighcourt.gov.in/
বিজ্ঞপ্তি লিংক : https://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/recruiment-notice/3024
কলকাতা হাইকোর্টে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগের লিখিত পরীক্ষার ফল দেখে নিন Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ২৮, ২০২০ Rating:
কোন মন্তব্য নেই: