ভারতীয় সেনাবাহিনীতে টেকনিশিয়ান ও গ্রাজুয়েশন করছে ট্রেনিং দিয়ে 40 জনকে অফিসার নিয়োগ করবে ইন্ডিয়ান আর্মি নিয়োগ হবে পার্মানেন্ট সার্ভিস কমিশন এর মধ্যে অবিবাহিত পুরুষ ও ইঞ্জিনিয়ার যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন ।
বেতন ; শুরুতেই ল্যাপে ট্রেন্ড পে স্কেল অনুযায়ী মূল বেতন হবে 56000 - 177500 টাকা পরে আপনাদের বেতন পেস্টেল 10বি অনুযায়ী বেতন হবে 61300 - 193900 টাকা ভারতীয় সেনাবাহিনীতে উন্নতি হলে তখন পে স্কেলে 11 অনুযায়ী বেতন হবে 69400 - 207200 টাকা এইভাবে রেংক অনুযায়ী বেতন ও গ্রেড পে বাড়াবে সঙ্গে সঙ্গে অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা পাবেন ভারতীয় সেনাবাহিনীতে ।
শূন্য পদ ;40 জন ইঞ্জিনিয়ার নিয়োগ হবে ।
শিক্ষাগত যোগ্যতা কি ; সংশ্লিষ্ট শাখা থেকে গ্যাজুয়েট কারা যারা চূড়ান্ত পর্যায়ে পড়ছেন বা যারা পরীক্ষা দিয়েছেন বা যারা পরীক্ষা দেবেন তারাও আবেদন করতে পারবেন ইন্ডিয়ান আর্মি তবে তাদের ক্ষেত্রে চূড়ান্ত বর্ষের সমস্ত পরীক্ষা যেমন লিখিত পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা ও ভাইভা প্রজেক্ট বা ব্লক সবকিছুই 1জানুয়ারি থেকে 2021 তারিখের মধ্যে থাকতে হবে এবং ট্রেনিং দিয়ে শুরু 12 সপ্তাহের মধ্যে রেজাল্ট দাখিল করতে হবে ইন্ডিয়ান আর্মিতে ।
বয়স সীমা ; একে জানুয়ারি থেকে 2021 তারিখ বয়স হতে হবে ২০ থেকে২৭ অর্থাৎ জন্মের তারিখ 2 জানুয়ারি থেকে ১৯৯৪থেকে জানুয়ারির মধ্যে 2001 তারিখের মধ্যে হতে হবে।
ইন্ডিয়ান আর্মি ট্রেনিং ; ট্রেনিং চলবে একবছর দেরাদুনে ও ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে।
আবেদনের পদ্ধতি ; আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করার আগে সমস্ত নিয়মাবলী বিস্তারিত পড়ে নেবেন সঠিকভাবে পূর্ণ করা আবেদনপত্র সাবমিট করার পর একটি রোল নাম্বার পাবেন সেটি নোট করে নেবেন আবেদনের জমা দেয়ার পর তারপরে দু কপি প্রিন্ট আউট করে নেবেন এক কপি প্রিন্ট আউট সঠিক জায়গায় নির্দিষ্ট জায়গায় একটি পাসপোর্ট ছবি সার্টিফিকেট দেবেন ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্র দিতে হবে অর্থাৎ ইন্টারভিউ যেতে হবে প্রমাণ হিসাবে পাঠিয়ে দেয়া হবে অনলাইনে আবেদন করতে পারবেন ২৬ আগস্ট পর্যন্ত সমস্ত ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নিন।
বিজ্ঞপ্তি লিংক ; http://www.joinindianarmy.nic.in/
কোন মন্তব্য নেই: