How to open online SBI Savings Account.
১৮ উর্দ্ধের যে কোন ভারতীয় অ্যাকাউন্টটি খুলতে পারবেন৷ অ্যাকাউন্টটির সম্পর্কে জেনে নিন কয়েকটি বিষয় -
১) সাধারণ সেভিংস অ্যাকাউন্টের থেকে কম সুবিধাযুক্ত হয় এই অনলাইন সেভিংস অ্যাকাউন্টগুলি৷ এসবিআই মোবাইল অ্যাপ ইওনো অথবা এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই দুই অনলাইন অ্যাকাউন্ট খুলতে পারবেন গ্রাহকরা৷
মাধ্যমিক পাশ করলেই মেট্রোতে প্রচুর কর্মী নিয়োগ ➥ Click Here
২) ইনস্টা সেভিংস অ্যাকাউন্টের জন্য আধার, প্যান, মোবাইল নম্বরের প্রয়োজন পড়বে৷ রেগুলার সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের নিয়ম মেনেই মিনিমান ব্যালন্স গ্রাহকদের জমা করতে হবে৷
৩) দুই ধরণের অ্যাকাউন্টের জন্যই গ্রাহকরা হোম-ব্রাঞ্চের চয়েস জানাতে পারবেন৷ এসবিআইয়ের তথ্য জানাচ্ছ, এই দুই ধরণের অ্যাকাউন্টে কোনরকম জয়েন্ট অ্যাকাউন্টের সুবিধা থাকছে না৷
৪) ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট হোল্ডাররা চেক-বুকের সুবিধা পাবেন৷ তবে, ইনস্টা সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকেরা কোন রকমের চেক-বুক সুবিধা পাবেন না৷
৫) অ্যাকাউন্ট খোলার পর নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকদের হোম-ব্রাঞ্চে গিয়ে কেওয়াইসি প্রক্রিয়াটিকে সম্পূর্ণ করতে হবে৷ ইনস্টা সেভিংস অ্যাকাউন্টের জন্য কেওয়াইসি ভেরিফিকেশন অ্যাকাউন্ট খোলার এক বছরের মধ্যে করাতে হবে৷
Copyright owner ➤ Click Here
How to open online SBI Savings Account. / sumanjob.in Reviewed by Karmasandhan Recruitment on অক্টোবর ২৪, ২০১৮ Rating:
কোন মন্তব্য নেই: