ইন্ডিয়ান নেভিতে চাকরির সুযোগ দেখে নিন একনজরে
একাধিক শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করল ইন্ডিয়ান নেভি৷ যার মধ্যে এটিসি, পাইলট, অবজারভারের মত পদগুলি থাকছে৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়াটি৷ তবে, আবেদনের শেষ তারিখ থাকছে ১৪ সেপ্টেম্বর, ২০১৮৷ তাই, নিজের পছন্দের পোস্টের জন্য আজই আবেদন করুন৷ আবেদন মাধ্যমটি থাকছে অনলাইন৷ মোট শূন্যপদের সংখ্যা থাকছে ২২টি৷
আগ্রহী প্রার্থীদের স্বীকৃত কোন ইন্সটিটিউট বা ইউনির্ভাসিটি থেকে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি (বিই/বিটেক) উত্তীর্ণ হতে হবে৷ আবেদনকারীর বয়স এখানে গুরুত্বপূর্ণ৷ ১৮ বছর অনুর্দ্ধ প্রার্থীদের আবেদন গ্রাহ্য করা হবে না৷ তবে, তফশিলি জাতি-উপজাতির জন্য বয়সের ক্ষেত্রে থাকছে বিশেষ ছাড়৷ বেতন তালিকা সহ অন্যান্য বিষয়ে বিশদে তথ্য জানতে চোখ রাখুন অফিসিয়াল ওয়েবসাইটে৷
একনজরে দেখে নিন শূন্যপদের তালিকাটি- অবজারভার ৬টি, পাইলট (এমআর) ৩ টি, এটিসি ৮টি, পাইলট ৫ টি পদে নিয়োগ করা হবে৷ বিশদ জানতে চোখ রাখুন অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.joinindiannavy.gov.in/)৷ কিন্তু, অনেকের কাছেই পদটির জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার বিষয়টি অস্পষ্ট৷ তাদের জন্যই রইল বিশদ তথ্য৷
More info. ➥ Click here
Indian Navy Jobs
Reviewed by Karmasandhan Recruitment on September 23, 2018 Rating:
No comments: