পশ্চিমবঙ্গের রুপসী ও কন্যাশ্রী প্রকল্পের ডাটা এন্ট্রি অপারেটর ও ডেটা ম্যানেজার পদে কর্মী নিয়োগ। West Bengal Govt jobs 2022
চাকরি প্রার্থীদের জন্য সুখবর রাজ্যে রূপসী ও কন্যাশ্রী প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর ও ডাটা ম্যানেজার পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রার্থী বাছাইয়ের পদ্ধতি লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন অভয় প্রার্থীরা।
পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর।
শূন্যপদ : 1টি।
শিক্ষাগত যোগ্যতা : যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
মাসিক বেতন : 11000 টাকা।
পদের নাম : ডাটা ম্যানেজার।
শূন্যপদ : 1টি।
শিক্ষাগত যোগ্যতা : যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা : 18 থেকে 37 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2022 তারিখ সংরক্ষিত প্রার্থীদের বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী।
মাসিক বেতন : 11000 টাকা।
আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যুক্ত করতে হবে :
1) আধার কার্ড।
2) ভোটার কার্ড।
3) শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট।
4)বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।
5) কাস্ট সার্টিফিকেট।
6) পাসপোর্ট সাইজের কালার রঙিন ছবি।
আবেদনের পদ্ধতি : অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে ডাটা ম্যানেজার পদের ক্ষেত্রে আবেদনপত্রের শেষ তারিখ 17. 8 .2022 তারিখ পর্যন্ত এবং ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ 17. 8. 2022 তারিখ আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করুন।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে।
বিজ্ঞপ্তি লিংক : https://cdn.s3waas.gov.in/s368053af2923e00204c3ca7c6a3150cf7/uploads/2022/07/2022072772.pdf
বিজ্ঞপ্তি লিংক : https://cdn.s3waas.gov.in/s368053af2923e00204c3ca7c6a3150cf7/uploads/2022/07/2022072738.pdf
data entry operator,data entry job,wb job vacancy 2022,job vacancy 2022,west bengal job.data manager job
কোন মন্তব্য নেই: