চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গের দুর্গাপুর স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 56 জনকে ট্রেনিং দিয়ে চাকরির সুযোগ সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ : 56 টি।
পদের নাম : Proficiency Training ।
শিক্ষাগত যোগ্যতা : Pass in B.Sc. (Nursing) / Diploma in General Nursing & Midwifery Internship Certificate (if applicable) Certificate of Registration।
বয়স সীমা : 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী।
স্টাইপেন : প্রতি মাসে 8000 টাকা মাসে দুই দিন বা তার বেশি কাজ করলে প্রতিদিন 226 টাকা করে দেয়া হবে এবং 15 থেকে 19 দিন কাজ করে থাকলে প্রতিদিন 130 টাকা করে দেয়া হবে ।
প্রশিক্ষণের সময়সীমা : 18 মাস প্রতিদিন আট ঘন্টা করে কাজ করতে হবে এবং সপ্তাহে একদিন ছুটি থাকবে।
আবেদনের পদ্ধতি : অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফলাইনের আবেদন পত্র পাঠাতে হবে 29.8.2022 তারিখের মধ্যে।
ইন্টারভিউ তারিখ : 30 .8.2022 তারিখ মঙ্গলবার এবং 31.8.2022 বুধবার ইন্টারভিউ নেয়া হবে।
ইন্টারভিউ সময় : সকাল 10: 00 AM টা থেকে বিকাল 3:00 PM পর্যন্ত ।
Contact no.- 0343-2746225।
ওয়েবসাইটের লিংক : https://sailcareers.com/secure?app_id=UElZMDAwMDAwMQ==
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
sail apprentice recruitment 2022,sail recruitment 2022,sail vacancy 2022,success dilip,sail recrcuitment 2022
কোন মন্তব্য নেই: