চাকরি প্রার্থীদের জন্য সুখবর আবারও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাধ্যমিক পাস যোগ্যতার থাকলেই আবেদন করতে পারবেন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করুন।
পদের নাম : পার্টটাইম সুইপার।
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন : 10000 টাকা।
বয়স সীমা : 18 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে 1.7. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
আবেদন শুরুঃ 27. 8. 2022 তারিখ থেকে আবেদনের শেষ তারিখ 5.9. 2022 তারিখ পর্যন্ত।
আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যুক্ত করতে হবে :
1) আধার কার্ড।
2) ভোটার কার্ড।
3) শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট।
4)বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।
5) কাস্ট সার্টিফিকেট।
6) পাসপোর্ট সাইজের কালার রঙিন ছবি।
আবেদনের পদ্ধতি : অফলাইনে এর মাধ্যমে আবেদন করতে হবে অফলাইনে আবেদন করার শেষ তারিখ 5.9. 2022 তারিখ পর্যন্ত।
আবেদন ফি : শূন্য।
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
punjab national bank recruitment 2022,pnb bank recruitment 2022,bank recruitment 2022,pnb bank peon recruitment 2022,pnb recruitment 2022,pnb bank new vacancy 2022,punjab national bank recruitment 2022 west bengal,bank job vacancy 2022,pnb bank recruitment 2022 apply online
কোন মন্তব্য নেই: