BSF 323 শূন্যপদে সাব-ইন্সপেক্টর ও কনস্টেবল পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। BSF New Recruitment Official Notice 2022
চাকরি প্রার্থীদের জন্য সুখবর বর্ডার সিকিউরিটি ফোর্স 323 শূন্যপদে পদে অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর স্টেনোগ্রাফার এবং হেড কনস্টেবল পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে কোন ভারতীয় নাগরিক হলে আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ : 323 টি ।
পদের নাম : অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর স্টেনোগ্রাফার হেড কনস্টেবল।
শিক্ষাগত যোগ্যতা : যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন ইন্টারমিডিয়েট বা সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে।
মাসিক বেতন : 29, 200 থেকে 92,300 টাকা।
বয়স সীমা : 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে 6.8.2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : লিখিত পরীক্ষা ফিজিক্যাল মেজারমেন্টের শর্টহ্যান্ড টেস্টে টাইপিং টেস্ট মেডিকেল পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
আবেদন ফি : 100 টাকা তপশিলি জাতি তপশিলী উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোন আবেদন ফি লাগবে না।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে অনলাইনে আবেদন করার শেষ তারিখ 6.9. 2022 তারিখ পর্যন্ত।
ওয়েবসাইটের লিঙ্ক : https://rectt.bsf.gov.in/
বিজ্ঞপ্তি লিংক : https://rectt.bsf.gov.in/static/bsf/pdf/RECRUITMENT%20TO%20THE%20POST%20OF%20ASSISTANT%20SUB%20INSPECTOR%20(STENO)%20AND%20HEAD%20CONSTABLE%20(MINISTERIAL).pdf
bsf recruitment 2022 online apply,bsf vacancy 2022,bsf new vacancy 2022,bsf constable recruitment 2022,bsf head constable ministerial recruitment 2022
কোন মন্তব্য নেই: