ভারতীয় পোস্ট অফিসে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ। india post office recruitment 2022


চাকরি প্রার্থীদের জন্য সুখবর ভারতীয় পোস্ট অফিস মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ করা হবে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে ভারতীয় নাগরিক হলে এই পদের জন্য আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে স্থায়ী বাসিন্দা থাকলে আবেদন করার সুযোগ পাবেন।


পদের নাম : জেনারেল সেন্ট্রাল সার্ভিস  GROUP C  নন গেজেটেড এন্ড নন মিনিস্টারিয়াল


শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক অথবা গ্রাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।


মাসিক বেতন : 19,900 থেকে 63 ,200 টাকা।


বয়স সীমা : 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে 1.7. 2021 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী।


প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।


আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যুক্ত করতে হবে : 

1) আধার কার্ড।

2) ভোটার কার্ড।

3) শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট।

4)বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।

5) কাস্ট সার্টিফিকেট।

6) পাসপোর্ট সাইজের কালার রঙিন ছবি।


আবেদনের পদ্ধতি :  অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফলাইনে আবেদন করার শেষ তারিখ 1.2022তারিখ পর্যন্ত।


আবেদন ফি :  শূন্য ।


ওয়েবসাইটের লিংক :  https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx


 বিজ্ঞপ্তি লিংক : https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_30062022_MMS_ENG.pdf


চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যা


india post office recruitment 2022,post office vacancy 2022,india post gds recruitment 2022,india post office gds online form 2022,indian post office recruitment 2022


ভারতীয় পোস্ট অফিসে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ। india post office recruitment 2022 ভারতীয় পোস্ট অফিসে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ। india post office recruitment 2022 Reviewed by Karmasandhan Recruitment on জুলাই ২১, ২০২২ Rating: 5

কোন মন্তব্য নেই:

");
Blogger দ্বারা পরিচালিত.