চাকরি প্রার্থীদের জন্য সুখবর ভারতীয় পোস্ট অফিস মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ করা হবে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে ভারতীয় নাগরিক হলে এই পদের জন্য আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে স্থায়ী বাসিন্দা থাকলে আবেদন করার সুযোগ পাবেন।
পদের নাম : জেনারেল সেন্ট্রাল সার্ভিস GROUP C নন গেজেটেড এন্ড নন মিনিস্টারিয়াল।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক অথবা গ্রাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন : 19,900 থেকে 63 ,200 টাকা।
বয়স সীমা : 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে 1.7. 2021 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যুক্ত করতে হবে :
1) আধার কার্ড।
2) ভোটার কার্ড।
3) শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট।
4)বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।
5) কাস্ট সার্টিফিকেট।
6) পাসপোর্ট সাইজের কালার রঙিন ছবি।
আবেদনের পদ্ধতি : অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফলাইনে আবেদন করার শেষ তারিখ 1.2022তারিখ পর্যন্ত।
আবেদন ফি : শূন্য ।
ওয়েবসাইটের লিংক : https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx
বিজ্ঞপ্তি লিংক : https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_30062022_MMS_ENG.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
india post office recruitment 2022,post office vacancy 2022,india post gds recruitment 2022,india post office gds online form 2022,indian post office recruitment 2022
কোন মন্তব্য নেই: