রাজ্যে WBPSC র মাধ্যমে ৪ হাজার শূন্যপদে নতুন কৃষি প্রযুক্তি সহায়ক পদে কর্মী নিয়োগ। kps new vacancy update
চাকরি প্রার্থীদের জন্য সুখবর রাজ্যে 4000 শূন্যপদে কৃষি প্রযুক্তি সহায়ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে কৃষি সংক্রান্ত বিভিন্ন কাজের তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ তারা চাষের জমিতে নজরদারি করেন কৃষি দপ্তরে বিভিন্ন পরামর্শ ও সুপারিশ কৃষকদের কাছে পৌঁছে দেয় বিভাগীয় ডিরেক্টর থেকে কেপিএস নিয়োগ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হচ্ছে নবান্নে।
বিভাগীয় অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চাই কৃষি দপ্তর শূন্য পদ পূরণ করতে চায় তবে শেষমেশ কতজনকে নেয়া হবে তা জানাবে নবান্নে কৃষি অধিকর্তার সজল ঘোষ বলেন সর্বাধিক সংখ্যক এপিএস পাওয়া গিয়েছে গেলে আমাদের কাজের সুবিধা হবে।
মোট শূন্যপদ : 4000 টি ।
শিক্ষাগত যোগ্যতা : কেপিএস পদের জন্য আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা অন্তত উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স সীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী।
বিজ্ঞপ্তি প্রকাশিত হলে প্রথমে SUMANJOB.IN ওয়েবসাইটে প্রকাশিত হবে চাকরি সংক্রান্ত আপডেট পেতে নিয়মিত নজর রাখুন SUMANJOB.IN ওয়েবসাইটে।
psc kps new vacancy 2022,kps new vacancy update,kps,kps recruitment 2022,wb kps recruitment 2022
কোন মন্তব্য নেই: