চাকরি প্রার্থীদের জন্য সুখবর ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ন্যাশনাল ডিফেন্স একাডেমী এবং নাভাল একাডেমীর পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নির্দিষ্ট যোগ্যতা যে কোন ভারতীয় নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করার সুযোগ পাবেন ছেলেমেয় উভয়।
মোট শূন্যপদ : 400 টি।
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং নেভার নাভাল একাডেমীর জন্য ফিজিক্স কেমিস্ট্রি এবং অংক সহ উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে প্রার্থীদের।
বয়স সীমা : চাকরিপ্রার্থীদের 2 জানুয়ারি 2004 এর আগে 1কে জানুয়ারি 2007 এর পরে নয় অবিবাহিত পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন ফি : 100 টাকা তপশিলি জাতি এবং তপশিলী উপজাতি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি দিতে হবে না।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র অনলাইনে আবেদন করা যাবে 7.6.2022 তারিখ পর্যন্ত।
ওয়েবসাইটের লিংক : https://www.upsconline.nic.in/
বিজ্ঞপ্তি লিংক : https://upsc.gov.in/sites/default/files/ExamNoti_NDA_NA_II_2022_Eng_18052022.pdf
কোন মন্তব্য নেই: