চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাশের বিডিও অফিসে রাজ্যের মিশন অধিকর্তার জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন আদেশনামা অনুযায়ী আলিপুরদুয়ার জেলার অন্তর্গত বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন।
পদের নাম : স্বাস্থ্যকর্মী।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন কেবলমাত্র বিবাহিত অথবা বিধবা বিবাহবিচ্ছেদ মহিলারা আবেদন করতে পারবেন ।
বয়সসীমা : 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
আবেদনের পদ্ধতি : অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফিশিয়াল নোটিশ দেয়া আছে আপনারা অফিশিয়াল নোটিশের মাধ্যমে আবেদন ফরম টি পেয়ে যাবেন অফলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 27. 5. 2022 তারিখ মঙ্গলবার বিকাল 5 টা পর্যন্ত সমস্ত কাজের দিন আবেদনপত্র জমা দেয়া যাবে।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যুক্ত করতে হবে :
1) আধার কার্ড।
2) ভোটার কার্ড।
3) মাধ্যমিক পাশের মার্কশিট ও সার্টিফিকেট।
4)বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।
5) কাস্ট সার্টিফিকেট।
6) পাসপোর্ট সাইজের কালার রঙিন ছবি।
আবেদন ফি : শূন্য।
নিয়োগের স্থান : আলিপুরদুয়ার জেলা।
ওয়েবসাইটের লিংক :https://alipurduar.gov.in/index.html
বিজ্ঞপ্তির লিংক : https://alipurduar.gov.in/recruitments/2022/reqasha1052022.pdf
wb health recruitment 2022,health recruitment 2022,health job in west bengal,wb job vacancy 2022,wb bdo office recruitment 2022
কোন মন্তব্য নেই: