পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পাশের গ্রাম রোজগার সহায়ক পদে কর্মী নিয়োগ।gram rojgar sahayak recruitment 2022


চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পাশে 100 দিনের কাজের গ্রাম রোজগার সহায়ক পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলেমেয় উভয়


পদের নাম :  গ্রাম রোজগার সহায়ক


শূন্যপদ :  একাধিক


শিক্ষাগত যোগ্যতা :  অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং 6 মাসের কম্পিউটার জানার অভিজ্ঞতা থাকতে হবে


মাসিক বেতন :  12,000 টাকা


বয়স সীমা :  18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী



আবেদনের পদ্ধতি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফলাইনে আবেদন করার শেষ তারিখ 18. 4 .2022 তারিখ পর্যন্ত


আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যুক্ত করতে হবে : 

1) আধার কার্ড।

2) ভোটার কার্ড।

3) মাধ্যমিক পাশের মার্কশিট ও সার্টিফিকেট।

4)বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।

5) কাস্ট সার্টিফিকেট।

6) পাসপোর্ট সাইজের কালার রঙিন ছবি।


প্রার্থী বাছাইয়ের পদ্ধতি :  লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি মেরিট লিস্ট এর ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে


আবেদন ফি :  শূন্য


নিয়োগের স্থান :  বাঁকুড়া


ওয়েবসাইটের লিংক : https://bankura.gov.in/


 বিজ্ঞপ্তির লিংক : https://cdn.s3waas.gov.in/s38e82ab7243b7c66d768f1b8ce1c967eb/uploads/2022/04/2022040661.pdf


gram rojgar sahayak recruitment 2022.wb panchayat recruitment 2022,gram rojgar sahayak recruitment 2022 official website,panchayat recruitment 2022

পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পাশের গ্রাম রোজগার সহায়ক পদে কর্মী নিয়োগ।gram rojgar sahayak recruitment 2022 পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পাশের গ্রাম রোজগার সহায়ক পদে কর্মী নিয়োগ।gram rojgar sahayak recruitment 2022 Reviewed by Karmasandhan Recruitment on এপ্রিল ১২, ২০২২ Rating: 5

কোন মন্তব্য নেই:

");
Blogger দ্বারা পরিচালিত.