চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গে জেলায় জেলায় ফুড সাপ্লাই ডিপারমেন্ট এর ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন দুয়ারে রেশন প্রকল্পে নিয়োগ করা হবে এরপর থেকে বিভিন্ন ফুড সাপ্লাই ডিপারমেন্ট কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে গ্রাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার জানার অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।
মাসিক বেতন : 13000 টাকা।
বয়স সীমা : 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.11. 2021 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
কি কি ডকুমেন্টস জমা করতে হবে : আধার কার্ড ,ভোটার কার্ড, মাধ্যমিকের এডমিট কার্ড ,শিক্ষাগত যোগ্যতা ,যাদের কার সার্টিফিকেট আছে এবং কম্পিউটার সার্টিফিকেট।
ইন্টারভিউ তারিখ : 9.3. 2022 তারিখ সকাল 10 টা থেকে বিকাল 5 টা পর্যন্ত ইন্টারভিউ নেয়া হবে।
নিয়োগের স্থান : বাঁকুড়া জেলা ইন্দপুর বিডিও অফিসে।
আবেদন ফি : শূন্য।
ওয়েবসাইটের লিংক : https://bankura.gov.in/bn/
বিজ্ঞপ্তি লিংক : https://cdn.s3waas.gov.in/s38e82ab7243b7c66d768f1b8ce1c967eb/uploads/2022/02/2022022322.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
wb food supply department recruitment 2022,graduation pass job in west bengal
কোন মন্তব্য নেই: