চাকরি প্রার্থীদের জন্য সুখবর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন শাখা থেকে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা ।
পদের নাম : অ্যাসিস্ট্যান্ট (গ্রুপ সি) ।
শূন্য পদ : 950 টি ।
বয়স সীমা : 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে 1 ই ফেব্রুয়ারি 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা : যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট থেকে গ্রাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং 50% নাম্বার সহ।
মাসিক বেতন : 20,700 টাকা।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : পিলিমিনারি পরীক্ষা মেইন পরীক্ষা মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদন ফি : 450 টাকা পরীক্ষার্থী ও প্রসেসিং চার্জ তপশিলি জাতি তপশিলী উপজাতি ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে আবেদন ফি দিতে হবে না শুধুমাত্র প্রসেসিং চার্জ বাবদ 500 টাকা দিতে হবে।
আবেদন পদ্ধতি : সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার শেষ তারিখ 8.3.2022 তারিখ পর্যন্ত।
ওয়েবসাইটের লিংক : https://ibpsonline.ibps.in/rbiafeb22/
আবেদনের লিংক : https://ibpsonline.ibps.in/rbiafeb22/basic_details.php
বিজ্ঞপ্তির লিংক : https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/RECRUIT2021D78B63109D4E4FF7A2BF6B7F7EBC9174.PDF
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
rbi recruitment 2022 notification,rbi recruitment 2022,rbi assistant recruitment 2022
কোন মন্তব্য নেই: