চাকরি প্রার্থীদের জন্য সুখবর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে রাজ্যের বীমা নিগমের আঞ্চলিক কার্যালয় কলকাতাতে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।(best job in kolkata)
মোট শূন্যপদ : 320 টি।
পদের নাম : আপার লোয়ার ডিভিশন ক্লার্ক স্টেনোগ্রাফার ও মাল্টিটাস্কিং স্টাফ ।
শিক্ষাগত যোগ্যতা : মাল্টিটাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন এবং স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন এবং আপার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে গ্রাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে।
মাসিক বেতন : 25500 থেকে 81,100 টাকা।
বয়স সীমা : 18- 27 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী অনুযায়ী।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন করা শুরু হবে 15 জানুয়ারি 2022 তারিখ থেকে আবেদন এর আবেদনের শেষ তারিখ 15 ই ফেব্রুয়ারি 2022 তারিখ পর্যন্ত।
আবেদন ফি : 500 টাকা তপশিলি জাতি তপশিলী উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 250 টাকা আবেদন ফি।
ওয়েবসাইটের লিংক : https://www.esic.nic.in/
বিজ্ঞপ্তি লিংক : https://www.esic.nic.in/attachments/recruitmentfile/d1ccb701e33f11136894a33452f14ea0.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
কোন মন্তব্য নেই: