চাকরি প্রার্থীদের জন্য সুখবর বর্ডার সিকিউরিটি ফোর্স এর কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে এবং ভারতীয় নাগরিক হলেই এই পদের জন্য আবেদন যোগ্য বলে গণ্য করা হবে পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আবেদন করতে পারবে।
মোট শূন্যপদ : 2788 টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে মাধ্যমিক অথবা গ্রাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্টদের ট্রেড কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে এবং ভোকেশনাল ইনস্টিটিউট থেকে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন সিকিউরিটিতে 1 বছরে সার্টিফিকেট থাকতে হবে প্রার্থীদের।
মাসিক বেতন : 21,700 - 69,100 টাকা।
বয়স সীমা : 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হতে হবে 1ই আগস্ট 2021 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে হলে বিজ্ঞপ্তির পড়ে দেখে নিন।
ওয়েবসাইটের লিংক : https://rectt.bsf.gov.in/
বিজ্ঞপ্তি লিংক : http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19110_78_2122b.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
bsf recruitment 2022,bsf recruitment 2022,bsf recruitment 2022 online apply,bsf recruitment 2021 online apply,bsf constable recruitment 2022,bsf vacancy details,bsf bharti notice,bsf bharti kaise hoti hai,bsf bharti running girl,bsf new jobs,bsf new vacancies
কোন মন্তব্য নেই: