মাধ্যমিক পাশে কলকাতা মেট্রো রেলে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ 2022।Kolkata Metro Railway Recruitment 2022
চাকরি প্রার্থীদের জন্য সুখবর কলকাতায় মেট্রো রেলে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন ।
মোট শূন্যপদ : 104 টি।
পদের নাম : ফিটার ইলেকট্রিশিয়ান মেকানিকাল ওয়েল্ডার প্লাম্বার।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন অথবা আইটিআই পাশ করে থাকলে আবেদন করা যাবে।
মাসিক বেতন 12,000 টাকা
বয়স সীমা : 15 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1 .2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী।
আবেদনের পদ্ধতি : অনলাইন অথবা অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।
আবেদনপত্রের সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে : বয়সের প্রমাণপত্র মাধ্যমিকের এডমিট কার্ড শিক্ষাগত যোগ্যতা আধার কার্ড ভোটার কার্ড সার্টিফিকেট ও 1 কপি পাসপোর্ট সাইজের ছবি।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা : পার্সোনেল অফিসার, মেট্রো রেল ভবন, নিচতলা, 33/1, জেএল নেহরু রোড, কলকাতা, 700071।
ওয়েবসাইটের লিংক : https://mtp.indianrailways.gov.in/
বিজ্ঞপ্তি লিংক : https://mtp.indianrailways.gov.in/uploads/files/1642765783593-Notification%20for%20Apprentice%202022_23.pdf
রেজিস্ট্রেশন এর লিংক : https://www.apprenticeshipindia.gov.in/
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
Kolkata Metro Railway Recruitment 2022,railway recruitment 2022,kolkata metro,railway recruitment,indian railway recruitment 2022,kolkata metro railway recruitment
কোন মন্তব্য নেই: