চাকরি প্রার্থীদের জন্য সুখবর মাধ্যমিক পাশে ভারতীয় রেলওয়ে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারতীয় নাগরিক হলে এই পদের জন্য আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করা যাবে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
UR 22, SC 04, ST 14, OBC 16, PWD 06 ,Ex.SM 06।
পদের নাম : ওয়েল্ডার ,মেকানিক, পেইন্টার ,কার্পেন্টার, মেকানিক, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক মেকানিক,এক& রেফ. মেকানিক।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন এবং আইটিআই পাস হলেও আবেদন করতে পারবেন।
মাসিক বেতন : 4000 -6000 টাকা।
বয়স সীমা : 15 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
নিয়োগের পদ্ধতি : কোনরকম পরীক্ষা দিতে হবেনা মাধ্যমিকের নম্বর ও আইটিআই এর নম্বর মিলিয়ে মেরিট লিস্ট প্রকাশিত করা হবে ওপর ভিত্তি করে আপনাকে নিয়োগ করা হবে ভারতীয় রেলে।
আবেদন ফি : 100 টাকা তপশিলি জাতি তপশিলী উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ফি লাগবে না।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শেষ তারিখ 31 শে জানুয়ারি 2022 তারিখ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করুন।
আবেদনের লিংক : https://rcf.indianrailways.gov.in/recLogin.jsp?lang=0&id=0,296,640
বিজ্ঞপ্তি লিংক : https://rcf.indianrailways.gov.in/uploads/files/Notification_Act_App2021-22.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
indian railway recruitment 2022,swr railway recruitment 2022,railway recruitment 2022,indian railway recruitment 2022,railway tc recruitment 2022,railway jobs 2022,how to fill form online,railway recruitment,sarkari naukri
government jobs 2022
কোন মন্তব্য নেই: