চাকরি প্রার্থীদের জন্য সুখবর সিআইএসএফে 249 জনকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের স্পোর্টস পারসন হেড কনস্টেবল ও জেনারেল ডিউটি পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন এই পদের জন্য ছেলে মেয়ে উভয় (cisf head constable recruitment 2022)
মোট শূন্যপদ : 249 টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন ও ন্যাশানাল অথবা ইন্টারন্যাশনাল ক্রীড়াবিদ থাকতে হবে।
মাসিক বেতন : 25,500 -81,1000 টাকা।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার শেষ তারিখ 31. 3.22 তারিখ পর্যন্ত।
বয়স সীমা : 18- 23বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
আবেদন ফি 100 টাকা তপশিলি জাতি তপশিলী উপজাতি ও মহিলাদের ক্ষেত্রে আবেদন ফি দিতে হবে না।
ওয়েবসাইটের লিংক : https://cisfrectt.in/
বিজ্ঞপ্তির লিংক : https://drive.google.com/file/d/10wPU5jZXKD4SV8gGEPheyK8x2v1AxZi_/view
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
কোন মন্তব্য নেই: