উচ্চ মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গে প্রতিটি পোস্ট অফিসে পোস্টমাস্টার নিয়োগ west bengal post office recruitment 2021 apply online
চাকরি প্রার্থীদের জন্য সুখবর ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক যোগ্যতায়।
মোট শূন্যপদ : 124 টি।
পদের নাম : পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ।
শূন্যপদ : 51 টি।
শিক্ষাগত যোগ্যতা : যে কোন শাখায় উচ্চমাধ্যমিক অর্থাৎ H.S পাস করতে হবে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে এবং যাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে কম্পিউটার সাবজেক্ট ছিল তাদের কিন্তু কম্পিউটার সার্টিফিকেট লাগবে না
বয়সসীমা : 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে 24.12. 2021 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী
মাসিক বেতন : 25, 500 টাকা /81, 100 টাকা
পদের নাম : সর্টিং অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ : 25 টি।
শিক্ষাগত যোগ্যতা : যে কোন শাখায় উচ্চমাধ্যমিক অর্থাৎ H.S পাস করতে হবে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে এবং যাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে কম্পিউটার সাবজেক্ট ছিল তাদের কিন্তু কম্পিউটার সার্টিফিকেট লাগবে না ।
বয়সসীমা : 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে 24.12. 2021 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
মাসিক বেতন : 25, 500 টাকা /81, 100 টাকা।
পদের নাম : পোস্টম্যান।
শূন্যপদ : 48 টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে বাংলা ভাষা জ্ঞান থাকতে হবে এবং তোমাদের মাধ্যমিক পর্যন্ত বাংলা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে থাকতে হবে এবং সঙ্গে তোমাদের 60 দিনের বেসিক কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে ।
বয়সসীমা : 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে 24.12. 2021 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
মাসিক বেতন : 21,700 থেকে 69,100 টাকা।
আবেদন ফি : 100 টাকা যেকোনো পোস্ট অফিসের মাধ্যমে জমা করতে পারবেন ।
আবেদনের পদ্ধতি : অফলাইনে মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ 24. 12. 2021 তারিখ পর্যন্ত।
ওয়েবসাইটের লিংক : https://westbengalpost.gov.in/MAIN
বিজ্ঞপ্তির লিংক : https://www.westbengalpost.gov.in/docs/upload/rectt_2021_11_16.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
কোন মন্তব্য নেই: