পশ্চিমবঙ্গের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে Group D পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। pnb bank peon vacancy 2021
চাকরি প্রার্থীদের জন্য সুখবর রাজ্যে আবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চুক্তিভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ :24 টি।
পদের নাম : সুইপার ।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাশ করে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়স সীমা : 18 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে 1ই জানুয়ারি 2021 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
মাসিক বেতন : 14,500 থেকে 28,145 টাকা।
পশ্চিম মেদিনীপুর জেলার মোট শূন্যপদ : 14 টি।
ঝাড়গাম জেলার মোট শূন্যপদ : 14 টি।
আবেদনের পদ্ধতি : অফলাইনে মাধ্যমে আবেদন করতে হবে এবং যাবতীয় প্রমাণপত্র একটি মুখ বন্ধ খামে পাঠাতে হবে আবেদনের শেষ তারিখ 4 ডিসেম্বর 2021 তারিখ পর্যন্ত।
নিয়োগের স্থান : পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চের নিয়োগ করা হবে।
আবেদন ফি : শূন্য।
ওয়েবসাইটের লিংক : https://www.pnbindia.in/
বিজ্ঞপ্তি লিংক : https://bit.ly/3rnF1LR
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
কোন মন্তব্য নেই: