চাকরি প্রার্থীদের জন্য সুখবর উচ্চ মাধ্যমিক পাশে উৎকর্ষ বাংলায় গ্রুপ সি পদে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস থাকলেই আবেদন করতে পারবেন শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন।
পদের নাম : গ্রুপ ডি।
শূন্য পদ : 1টি ।
শিক্ষাগত যোগ্যতা : যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এই পদের জন্য শুধুমাত্র পুরুষ প্রার্থীর আবেদন করতে পারবেন।
বয়সসীমা : 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
মাসিক বেতন : 6000 থেকে 8000 টাকা।
পদের নাম : গ্রুপ সি ।
শূন্য পদ : 1টি ।
শিক্ষাগত যোগ্যতা : যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে উৎকর্ষ বাংলা।
বয়সসীমা : 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
মাসিক বেতন : 12000 টাকা।
আবেদনের পদ্ধতি : অফলাইনে এর মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ 22.11.2021 তারিখ বিকেল 4:00 পর্যন্ত।
আবেদন ফি : শূন্য।
নিয়োগের স্থান : দক্ষিণ দিনাজপুর।
ওয়েবসাইটের লিংক : https://ddinajpur.nic.in/notice/recruitement-of-2-posts-of-gr-c-gr-d-under-manjusha-emporium-in-balurghat-dakshin-dinajpur-memo-no-dpmu-dd-utkarsh-bangla-dd-2021/
বিজ্ঞপ্তির লিংক : https://cdn.s3waas.gov.in/s3a5bfc9e07964f8dddeb95fc584cd965d/uploads/2021/11/2021111730.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
কোন মন্তব্য নেই: