রাজ্যের প্রতিটি এলাকার স্বাস্থ্য কেন্দ্রে 1500 শূন্যপদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। wb health recruitment 2021
চাকরি প্রার্থীদের জন্য সুখবর রাজ্যের স্বাস্থ্য দপ্তরে তরফ থেকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রচুর শূন্য পদের বিভিন্ন পদের নিয়োগ করা হচ্ছে করা হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ : 1500 টি ।
পদের নাম : কমিউনিটি হেলথ অফিসার।
শিক্ষাগত যোগ্যতা : ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে BSc nursing অথবা post Basi B.sc অন্তর্ভুক্ত ইন্টিগ্রেটেড কোর্স করে থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এর নাম নথিভুক্ত করতে হবে এবং আবেদনকারীকে বাংলা ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে প্রার্থীদের।
মাসিক বেতন : 20,000 টাকা।
বয়স সীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী।
নিয়োগের পদ্ধতি : ইন্টারভিউ এবং লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে ।
আবেদন ফ্রি : 100 টাকা।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 2 নভেম্বর থেকে আগামী 15 ই নভেম্বর পর্যন্ত।
ওয়েবসাইটের লিংক : https://www.wbhealth.gov.in/
বিজ্ঞপ্তি লিংক : https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/2364.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
কোন মন্তব্য নেই: