ভারতীয় নৌবাহিনীতে মাধ্যমিক পাশে MR 2022 নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ | indian navy recruitment 2021
চাকরি প্রার্থীদের জন্য সুখবর ভারতীয় নৌবাহিনীতে মাধ্যমিক পাশে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2022 ব্যাচের ট্রেনিং দিয়ে চাকরির সুযোগ পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আবেদন করতে পারবেন।
শূন্যপদ : 300 টি।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক যোগ্যতায় প্রার্থীদের অবিবাহিত পুরুষ আবেদন করতে পারবেন।
মাসিক বেতন : 14, 600 টাকা দেয়া হবে ট্রেনিং চলাকালীন স্টাইপেন।
বয়স সীমা : জন্মের তারিখ হতে হবে `1ই এপ্রিল 2002 থেকে 31 শে মার্চ 2005 এর মধ্যে সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী।
ট্রেনিং এর শেষে প্রার্থীদের বেতন হবে 21,700 থেকে 69,100 টাকা সঙ্গে 5200 টাকা মিলিটারি সার্ভিস এবং অন্যান্য ভাতা পাওয়া যাবে।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : লিখিত পরীক্ষা এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং ডাক্তারি পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
ট্রেনিং এর সময়সীমা : এপ্রিল 2022 থেকে 15 সপ্তাহের বেশি ট্রেনিং দেয়া হবে এবং নিয়োগ করা হবে প্রার্থীদের পাথমিক 14 বছরের জন্য।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে 2 নভেম্বর 2021 তারিখ পর্যন্ত।
ওয়েবসাইটের লিংক : https://www.joinindiannavy.gov.in/
বিজ্ঞপ্তির লিংক : http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_13_2122b.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
কোন মন্তব্য নেই: