চাকরি প্রার্থীদের জন্য সুখবর পৌরসভায় স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে কেবলমাত্র মহিলা প্রার্থীর আবেদন করতে পারবেন এই পদের জন্য 1বছরের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ : 51 টি।
পদের নাম: হেলথ ওয়ার্ক।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক অথবা সমতুল্য যোগ্যতা থাকতে হবে এবং সামাজিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা : 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2021 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে ।
মাসিক বেতন ; 4, 500 টাকা।
নিয়োগের স্থান : বর্ধমান।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে আগামী 26 শে অক্টোবর 2021 তারিখের মধ্যে আবেদন জমা করতে হবে এবং সমস্ত প্রয়োজনীয় নথিপত্র অ্যাটেস্টেড করে দিতে হবে।
ওয়েবসাইটের লিংক : http://www.burdwanmunicipality.gov.in/
বিজ্ঞপ্তির লিংক : http://burdwanmunicipality.gov.in/gallery/1632224064_HHW%20recruitment.pdf
কোন মন্তব্য নেই: