চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারি পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র ইন্টারভিউ ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে যে কোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম : মাইনস ম্যানেজার।
মোট শূন্যপদ : 1 টি ।
শিক্ষাগত যোগ্যতা : ইঞ্জিনিয়ারিং ডিগ্রী সাথে মাইন ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা সঙ্গে সংশ্লিষ্ট শাখা থেকে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং স্বীকৃত প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সঙ্গে 10 বছরের কাজের অভিজ্ঞতা।
বয়সসীমা : 1.8 .2021 তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে 34 থেকে 42 বছরের মধ্যে।
মাসিক বেতন : .82,000 টাকা।
পদের নাম : সেফটি অফিসার।
মোট শূন্যপদ ; 2টি।
শিক্ষাগত যোগ্যতা : ইঞ্জিনিয়ারিং ডিগ্রী সাথে মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অথবা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সঙ্গে 2বছরের কাজের অভিজ্ঞতা হবে এবং মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সঙ্গে 10 বছরের কাজের অভিজ্ঞতা।
বয়সসীমা : 33 থেকে 42 বছরের মধ্যে বয়স হতে হবে 1.8. 2021 তারিখ অনুযায়ী।
মাসিক বেতন : 63,000টাকা।
পদের নাম : অ্যাসিস্ট্যান্ট মাইনস ম্যানেজার।
মোট শূন্যপদ : 32 টি।
শিক্ষাগত যোগ্যতা : ইঞ্জিনিয়ারিং ডিগ্রী মাইনিং ইঞ্জিনিয়ারিং অথবা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমার সঙ্গে সেকেন্ড ক্লাস ম্যানেজার সার্টিফিকেট থাকতে হবে এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের এবং ম্যানেজার সার্টিফিকেটের সংশ্লিষ্ট 10 বছরের অভিজ্ঞতা।
বয়সসীমা : 33 থেকে 42 বছরের মধ্যে বয়স হতে হবে 1.8. 2021 তারিখ অনুযায়ী।
মাসিক বেতন : 63,000 টাকা।
পদের নাম : ব্লাস্টিং অফিসার।
মোট শূন্যপদ :2 টি।
শিক্ষাগত যোগ্যতা : মাইনিং ইঞ্জিনিয়ারিং রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক কাউন্সিল কর্তৃক অনুমোদিত শিক্ষা ও দক্ষতা উন্নয়ন / AICTE প্রথম শ্রেণীর সাথে পরিচালকের যোগ্যতার শংসাপত্র।
বয়সসীমা : 34 থেকে 42 বছরের মধ্যে বয়স হতে হবে 1.8. 2021 তারিখ অনুযায়ী।
মাসিক বেতন : 63,000 টাকা।
পদের নাম : ওয়েলফেয়ার অফিসার।
মোট শূন্যপদ ; 3 টি।
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 2 বছরের স্নাতক ডিগ্রী সঙ্গে সংশ্লিষ্ট শাখা থেকে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং ওয়েলফেয়ার নিয়ে ডিপ্লোমা অথবা সংশ্লিষ্ট শাখা 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।
বয়সসীমা : 35 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.8. 2021 তারিখ অনুযায়ী।
মাসিক বেতন : 63,000 টাকা।
পদের নাম : সার্ভেয়ার।
মোট শূন্যপদ ; 4 টি।
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত প্রতিষ্ঠানটিকে অথবা বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট শাখা থেকে 1বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।
বয়সসীমা : 35 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.8 .2021 তারিখ অনুযায়ী।
মাসিক বেতন : .41,000 টাকা।
পদের নাম : ওভারমান।
মোট শূন্যপদ ; 21 টি।
শিক্ষাগত যোগ্যতা : ইঞ্জিনিয়ারিং ডিগ্রী সাথে ওভারমান সার্টিফিকেট থাকতে হবে এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা।
বয়সসীমা : সর্বোচ্চ বয়সসীমা 33 বছর 1.8 .2021 তারিখ অনুযায়ী।
মাসিক বেতন : .41,000 টাকা।
পদের নাম : অফিস এক্সেকিউটিভে (CMPF)
মোট শূন্যপদ ; 1টি।
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে 50% নাম্বার নিয়ে সংশ্লিষ্ট ফিল্ডে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : সর্বোচ্চ বয়সসীমা 35 বছর 1.8. 2021 তারিখ অনুযায়ী।
মাসিক বেতন : 33,000 টাকা।
ওয়েবসাইটের লিংক : https://wbpdcl.co.in/irj/go/km/docs/documents/PDCL/FINAL/Pages/Home.html
বিজ্ঞপ্তির লিংক : https://wbpdcl.co.in/irj/go/km/docs/documents/PDCL/FINAL/uploads/employment-notification/WBPDCL_Recruitment_2021_03.pdf
টেলিগ্রাম গ্রুপ : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: