চাকরি প্রার্থীদের জন্য সুখবর উত্তর 24 পরগনা পানিহাটি পৌরসভায় স্বাস্থ্য কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ : 170টি ।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক বা তার সমতুল্য যোগ্যতা থাকলে আবেদন করতে হবে এবং প্রার্থীদের বিবাহিত/ বিচ্ছিন্ন/ মহিলারা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা : 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে1ই জানুয়ারি 2021 তারিখ অনুযায়ী সংরক্ষিত শ্রেণীরা বয়সে ছাড় পাবে ।
মাসিক বেতন : 4,500 টাকা।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে আগামী 26 শে অক্টোবর 2021 তারিখের মধ্যে আবেদন জমা করতে হবে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিজের অ্যাটেস্টেড করে এক কপি মিউনিসিপ্যালিটি অফিসে পাঠাতে হবে এবং স্পিড পোস্ট এর মাধ্যমে পাঠাতে পারবেন।
নিয়োগের স্থান : পানিহাটি মিউনিসিপ্যালিটি।
ওয়েবসাইটের লিংক : https://panihatimunicipality.in/html/home.html
বিজ্ঞপ্তি লিংক : https://panihatimunicipality.in/emp_notice/advt_memo_no_pm_gen_health_2021_137_20092021.pdf
টেলিগ্রাম গ্রুপ : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: