জেনারেল স্টাডিস গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর : সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য wbp | kp free gk class

                  



০১. আমার স্বপ্নের ভারত (The India of my dreams) কে বলেছিলেন? ➟ডঃ আব্দুল কালাম।


০২. আমেদাবাদ কটন টেক্সটাইল কে গঠন করেন? ➟গান্ধিজি।


০৩. আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? ➟ স্বামী দয়া নন্দ সরস্বতী।


০৪. আর্যসমাজ কত সালে ‘সারা ভারত শুদ্ধি সভা’ গঠন করেন? ➟ ১৮৭৭


০৫. আলিপুর ষড়যন্ত্র মামলায় রাজসাক্ষী কে ছিলেন? ➟ নরেন গোঁসাই।


০৬. আলীগড় আন্দোলনের প্রবর্তক কে? ➟ স্যার সৈয়দ আহমদ্ খান।


০৭. আলীগড় কলেজের প্রথম অধক্ষ্য কে ছিলেন? ➟ স্যার থিওডর বেক।


০৮. আসাম অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়? ➟ ১৯০৫ খ্রিঃ।


০৯. আসামে সার্বজনিক সভা কে গঠন করেন? ➟ জগন্নাথ বড়ুয়া।


১০. আসামের কোন্ অঞ্চল গণভোটের মাধ্যমে পুর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়? ➟ সিলেট।


১১. আসামের কোন কোন পাহাড় নিয়ে মেঘালয় রাজ্য গঠিত হয়? ➟ লুসাই পাহাড়, উত্তর কাছার, গারো পাহাড়, খাসি, জয়ন্তিয়া পাহাড়।


১২. আসামের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? ➟গোপী নাথ বরদলই।


১৩. ইউনিয়ন অব ডেথ কী? ➟ একটি সন্ত্রাসবাদী দল।


১৪. ইউরোপের কোন্ দেশে প্রথম ফ্যাসিবাদের জন্ম হয়? ➟ ইতালিতে।


১৫. ইউরোপের রুগ্নমানুষ কাকে বলা হয়? ➟ তুরস্ক।


১৬. ইকনমিক হিস্ট্রি অব ইন্ডিয়া গ্রন্থটির কে রচনা করেন? ➟ রমেশচন্দ্র দত্ত


১৭. ইকবাল কে ছিলেন? ➟ একজন উর্দু কবি, যিনি সারে জাহাসে আচ্ছা গান রচনা করেছিলেন।


১৮. ইটালি কবে আবিসিনিয়া দখল করেন? ➟ ১৯৩৬ খ্রিঃ।


১৯. ইতালিতে কার্বোনারি দলের প্রতিষ্ঠাতা কে? ➟ ম্যাৎসিনি।


২০. ইন্ডিপেন্ডেন্ট পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? ➟ ড. বি. আর আম্বেদকর।


২১. ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন? ➟ শ্যামজি কৃষ্ণ বর্মা।


২২. ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা কে? ➟ সুর্য্যসেন।


২৩. ইন্দো চীনের বর্তমান নাম কী? ➟ ভিয়েতনাম।


২৪. ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতির নাম কি? ➟ ড. সুকর্ন।


২৫. ইয়ং ইটালি কে গঠন করেন? ➟ম্যাৎসিনি ।


২৬. ইয়ং ইন্ডিয়া গ্রন্থের লেখক কে ছিলেন? ➟ লালালাজপত রায়।


২৭. ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে? ➟ মহাত্মা গান্ধি।


২৮. ইয়ং বেঙ্গল দলের মুখপত্রের নাম কী? ➟পার্থেনন ।


২৯. ইয়ংবেঙল কাদের বলা হয়? ➟ ডিরজিওর অনুগামীদের।


৩০. ইয়ংবেঙল দল কে গঠন করেন? ➟ ডিরোজিও।


৩১. ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? ➟ ১৯৪৫ খ্রিঃ।


৩২. ইল দুচে কার উপাধি ছিল? ➟ মুসোলিনি।


৩৩. ইলবার্ট বিল কে চালু করেন? ➟ স্যার ইল্বার্ট।


৩৪. ঈশ্বরচন্দ্রের রচিত একটি গ্রন্থের নাম লেখো। ➟ বর্ণপরিচয়।


৩৫. উনিশ শতকের সমাজ সংস্কার আন্দোলনের আধুনিক মানুষ কাকে বলা হয়? ➟ রাজা রামমোহন কে।


৩৬. এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? ➟ ১৭৮৪ খ্রিঃ।


৩৭. এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন? ➟ স্যার উইলিয়াম জোন্স, ১৭৮৪ খ্রিঃ।


৩৮. কংগ্রসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়? ➟ নাগপুর অধিবেশনে।


৩৯. কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয়? ➟ বোম্বাই অধিবেশনে।


৪০. কংগ্রেসের তৃতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন? ➟ বদরুদ্দিন তায়েবজ়ি।


৪১. কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সভাপতি কে? ➟ দাদাভাই নৌরজি


৪২. কখন ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়? ➟ ১৯১১ খ্রিঃ।


৪৩. কত খ্রিষ্টাব্দে ‘অসম এসোসিয়েশন’ প্রতিষ্ঠিত হয়? ➟ ১৯০৫


৪৪. কত খ্রিষ্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়? ➟ ১৮৩৫ খ্রিঃ।


৪৫. কত খ্রিষ্টাব্দে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পায়? ➟ ১৯৭২ খ্রিঃ।


৪৬. কত খ্রিষ্টাব্দে ত্রিপুরায় প্রথম সাধারণ নির্বাচন হয়? ➟ ১৯৫১-৫২ খ্রি।


৪৭. কত খ্রিষ্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়েছিল? ➟ ১৯১৮খ্রিঃ।


৪৮. কত খ্রিষ্টাব্দে মন্তেগু চেমস্ফোর্ট সংস্কার আইন পাশ হয়? ➟ ১৯১৯ খ্রিঃ।


৪৯. কত খ্রিষ্টাব্দে মনিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে? ➟ ১৯৭২ খ্রিঃ।


৫০. কত খ্রিষ্টাব্দে রিফরম্ অ্যাক্ট চালু হয়? ➟ ১৮৩২ খ্রিঃ।


৫১. কত খ্রিষ্টাব্দে সতীদাহ প্রথা উচ্ছেদ হয়? ➟ ১৮২৯ খ্রিঃ।


৫২. কত খ্রিস্টাব্দে ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয়? ➟ ১৮৮২ খ্রিঃ


৫৩. কত খ্রিস্টাব্দে মণ্টেগো চেমসফোর্ট্ সংস্কার আইন পাশ হয়? ➟ ১৯১৯খ্রিঃ।


৫৪. কত সালে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়? ➟ ১৯১৩ খ্রিঃ।


৫৫. কত সালে নৌ বিদ্রোহ ঘটে? ➟ ১৯৪৬ খ্রিঃ।


৫৬. কত সালে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়? ➟ ১৯১৪-১৯১৮ খ্রিঃ।


৫৭. কত সালে বঙ্গভঙ্গ ঘোষিত হয়? ➟ ১৯০৫ খ্রিঃ


৫৮. কত সালে মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয়? ➟ ১৯০৬ খ্রিঃ ১৬ই অক্টোবর।


৫৯. কবে কাদের মধ্যে মিউনিখ চুক্তি সম্পাদিত হয়? ➟ মুসোলিনির উদ্যোগে এংলান্দ-ফ্রান্স-জার্মানির মধ্যে।


৬০. কবে কার সভাপতিত্বে কংগ্রেসের ৩য় অধিবেশন অনুষ্ঠিত হয়? ➟ বদরুদ্দিন তায়েবজি, ১৮৮৭খ্রিঃ।

জেনারেল স্টাডিস গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর : সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য wbp | kp free gk class জেনারেল স্টাডিস গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর : সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য wbp | kp free gk class Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ২০, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

");
Blogger দ্বারা পরিচালিত.